এবার হোটেল ব্যবসাতেও লড়াই শুরু হতে চলেছে মেসি এবং রোনাল্ডোর মধ্যে

মাঠে তারা যুযুধান দুপক্ষ। একে ওপরকে টেক্কা দেওয়ার চেষ্টা করেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও লিওনেল মেসি। এবার হোটেল ব্যবসাতেও লড়াই শুরু হতে চলেছে সিআর সেভেন ও এলএম টেনের মধ্যে। মাস খানেক আগে বিশ্বের তিন প্রান্তে তিনটে বিলাসবহুল হোটেল খুলেছিলেন পর্তুগিজ তারকা। এবার সেই পথে হাঁটলেন ফুটবলের যুবরাজ। বার্সেলোনায় আগামী পাঁচ বছর থাকার বিষয় সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন মেসি।

Updated By: Jun 10, 2017, 02:39 PM IST
এবার হোটেল ব্যবসাতেও লড়াই শুরু হতে চলেছে মেসি এবং রোনাল্ডোর মধ্যে

ওয়েব ডেস্ক: মাঠে তারা যুযুধান দুপক্ষ। একে ওপরকে টেক্কা দেওয়ার চেষ্টা করেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও লিওনেল মেসি। এবার হোটেল ব্যবসাতেও লড়াই শুরু হতে চলেছে সিআর সেভেন ও এলএম টেনের মধ্যে। মাস খানেক আগে বিশ্বের তিন প্রান্তে তিনটে বিলাসবহুল হোটেল খুলেছিলেন পর্তুগিজ তারকা। এবার সেই পথে হাঁটলেন ফুটবলের যুবরাজ। বার্সেলোনায় আগামী পাঁচ বছর থাকার বিষয় সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন মেসি।

আরও পড়ুন মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে আন্তর্জাতিক প্রস্তুতি ম্যাচে ব্রাজিলকে হারিয়ে দিল আর্জেন্টিনা

এবার বার্সেলোনা থেকে চল্লিশ কিলোমিটার দুরে ক্যাটালুনিয়ান সিটিতে ঝাঁচকচকে হোটেল খুললেন আর্জেন্টাইন তারকা। দুশো ষাট কোটি টাকা খরচ করে তৈরি  সাতাত্তর রুমের হোটেলটা একদম সমুদ্রের ধারে। থাকতে হলে প্রতি রাতে খরচ করতে হবে আড়াইশো থেকে তিনশো ইউরো।

আরও পড়ুন  জানেন একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে কোন দুটো দেশ সবথেকে বেশিবার মুখোমুখি হয়েছে?

.