`কলঙ্কিত ক্রিকেটে`র চড়াই উতরাই :: বিসিসিআইয়ের অন্তর্বর্তীকালীন সভাপতি সুনীল গাভাসকর, চেন্নাই-রাজস্থান সপ্তম আইপিএলে খেলছে, সুপ্রিম কোর্টের নির্দেশ
`কলঙ্কিত ক্রিকেটে` কোনঠাসা বিসিসিআই। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট ২৪ ঘণ্টার সময়সীমা জারি করে। নির্দেশ দেয় তদন্তের স্বার্থে বিসিসিআই প্রেসিডেন্ট ও ইন্ডিয়া সিমেন্টের মালিক নারায়ণস্বামী শ্রীনিবাসনকে বিসিসিআই পদ থেকে সরে দাঁড়ানো। সঙ্গে বিকল্প দাওয়াই প্রাক্তন ক্রিকেটার ও অধিনায়ক সুনীল গাভাসকরকে অস্থায়ীভাবে বিসিসিআইয়ের প্রধান করার। সূত্রে খবর সুনীলে সায় নেই বিসিসিআইয়ের। তাঁদের পছন্দের তালিকায় রয়েছেন প্রাক্তন ক্রিকেটার ব্রিজেশ প্যাটেল ও অনিল কুম্বলে।
===========================
12.19 PM:: আইপিএলের প্রাক্তন চেয়ারম্যান রাজীব শুক্ল সুপ্রিম কোর্টে নির্দেশকে নিরপেক্ষ রায় বলে জানিয়েছেন।
11.39 AM:: বিসিসিআই আইনজীবি জানান, অধিনায়কের বিরুদ্ধে এই রকম গুরুতর অভিযোগ দুর্ভাগ্যজনক।
11.39 AM:: এই রায় অন্তর্বর্তীকালীন । পরবর্তী শুনানি ১৬ এপ্রিল।
11.36 AM:: সপ্তম আইপিএল নির্দিষ্ট সময় তালিকার মধ্যেই হবে। আইপিএলের সময়সূচীর কোনও পরিবর্তন হচ্ছে না।
11.32 AM:: বিচারপতি মুকুল মুদগল জানিয়েছেন এই রায় নিরপেক্ষ। তিনি বিশ্বাস করেন গাভাসকর ভাল কিছু করে দেখাবেন।
11.28 AM:: ধোনিকে ক্লিনচিট দিল বিসিসিআই। সূত্রের খবর অধিনায়ক ধোনি আজকের বাংলাদেশের ম্যাচের পর জরুরি টিম মিটিং ডেকেছেন
BCCI continues 2've unashamed arrogant attitude!If Gavaskar is an 'outsider' then pray tell us who all r 'insiders'?Those who've bn nailed?!
— Bishan Bedi (@BishanBedi) March 28, 2014
11.22 AM:: বিসিসিআইয়ের আইনজীবি জানিয়েছেন সুপ্রিম কোর্টের নির্দেশে তাঁরা খুশি।
11.16 AM:: সপ্তম আইপিএল চলাকালীন বিসিসিআইয়ের সভাপতি থাকবে প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাসকর।
11.10 AM:: শ্রীনির বদলে সানি জানিয়ে দিলেন শীর্ষ আদালত। আইপিএলে খেলবে চেন্নাই ও রাজস্থান।
`কলঙ্কিত ক্রিকেটে` কোনঠাসা বিসিসিআই। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট ২৪ ঘণ্টার সময়সীমা জারি করে। নির্দেশ দেয় তদন্তের স্বার্থে বিসিসিআই প্রেসিডেন্ট ও ইন্ডিয়া সিমেন্টের মালিক নারায়ণস্বামী শ্রীনিবাসনকে বিসিসিআই পদ থেকে সরে দাঁড়ানো। সঙ্গে বিকল্প দাওয়াই প্রাক্তন ক্রিকেটার ও অধিনায়ক সুনীল গাভাসকরকে অস্থায়ীভাবে বিসিসিআইয়ের প্রধান করার। সূত্রে খবর সুনীলে সায় নেই বিসিসিআইয়ের। তাঁদের পছন্দের তালিকায় রয়েছেন প্রাক্তন ক্রিকেটার ব্রিজেশ প্যাটেল ও অনিল কুম্বলে।