`কলঙ্কিত ক্রিকেটে`র চড়াই উতরাই :: বিসিসিআইয়ের অন্তর্বর্তীকালীন সভাপতি সুনীল গাভাসকর, চেন্নাই-রাজস্থান সপ্তম আইপিএলে খেলছে, সুপ্রিম কোর্টের নির্দেশ

`কলঙ্কিত ক্রিকেটে` কোনঠাসা বিসিসিআই। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট ২৪ ঘণ্টার সময়সীমা জারি করে। নির্দেশ দেয় তদন্তের স্বার্থে বিসিসিআই প্রেসিডেন্ট ও ইন্ডিয়া সিমেন্টের মালিক নারায়ণস্বামী শ্রীনিবাসনকে বিসিসিআই পদ থেকে সরে দাঁড়ানো। সঙ্গে বিকল্প দাওয়াই প্রাক্তন ক্রিকেটার ও অধিনায়ক সুনীল গাভাসকরকে অস্থায়ীভাবে বিসিসিআইয়ের প্রধান করার। সূত্রে খবর সুনীলে সায় নেই বিসিসিআইয়ের। তাঁদের পছন্দের তালিকায় রয়েছেন প্রাক্তন ক্রিকেটার ব্রিজেশ প্যাটেল ও অনিল কুম্বলে।

Updated By: Mar 28, 2014, 04:24 PM IST

===========================
12.19 PM:: আইপিএলের প্রাক্তন চেয়ারম্যান রাজীব শুক্ল সুপ্রিম কোর্টে নির্দেশকে নিরপেক্ষ রায় বলে জানিয়েছেন।

11.39 AM:: বিসিসিআই আইনজীবি জানান, অধিনায়কের বিরুদ্ধে এই রকম গুরুতর অভিযোগ দুর্ভাগ্যজনক।

11.39 AM:: এই রায় অন্তর্বর্তীকালীন । পরবর্তী শুনানি ১৬ এপ্রিল।

11.36 AM:: সপ্তম আইপিএল নির্দিষ্ট সময় তালিকার মধ্যেই হবে। আইপিএলের সময়সূচীর কোনও পরিবর্তন হচ্ছে না।

11.32 AM:: বিচারপতি মুকুল মুদগল জানিয়েছেন এই রায় নিরপেক্ষ। তিনি বিশ্বাস করেন গাভাসকর ভাল কিছু করে দেখাবেন।

11.28 AM:: ধোনিকে ক্লিনচিট দিল বিসিসিআই। সূত্রের খবর অধিনায়ক ধোনি আজকের বাংলাদেশের ম্যাচের পর জরুরি টিম মিটিং ডেকেছেন

11.22 AM:: বিসিসিআইয়ের আইনজীবি জানিয়েছেন সুপ্রিম কোর্টের নির্দেশে তাঁরা খুশি।

11.16 AM:: সপ্তম আইপিএল চলাকালীন বিসিসিআইয়ের সভাপতি থাকবে প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাসকর।

11.10 AM:: শ্রীনির বদলে সানি জানিয়ে দিলেন শীর্ষ আদালত। আইপিএলে খেলবে চেন্নাই ও রাজস্থান।

`কলঙ্কিত ক্রিকেটে` কোনঠাসা বিসিসিআই। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট ২৪ ঘণ্টার সময়সীমা জারি করে। নির্দেশ দেয় তদন্তের স্বার্থে বিসিসিআই প্রেসিডেন্ট ও ইন্ডিয়া সিমেন্টের মালিক নারায়ণস্বামী শ্রীনিবাসনকে বিসিসিআই পদ থেকে সরে দাঁড়ানো। সঙ্গে বিকল্প দাওয়াই প্রাক্তন ক্রিকেটার ও অধিনায়ক সুনীল গাভাসকরকে অস্থায়ীভাবে বিসিসিআইয়ের প্রধান করার। সূত্রে খবর সুনীলে সায় নেই বিসিসিআইয়ের। তাঁদের পছন্দের তালিকায় রয়েছেন প্রাক্তন ক্রিকেটার ব্রিজেশ প্যাটেল ও অনিল কুম্বলে।

.