চোখের জলে আচমকা অবসর বার্তোলির
একেই বোধহয় বলে কেরিয়ারের মধ্যগগনে সিংহাসন ছেড়ে দেওয়া। মাত্র ৬ সপ্তাহ আগে পূরণ হয়েছে স্বপ্ন। ঘাসের কোর্টের নতুন রানিকে নিয়ে টেনিস দুনিয়া যখন নতুন স্বপ্নে মগ্ন, ঠিক সেই সময় সকলকে আরও একবার চমকে দিয়ে অবসর ঘোষনা করলেন মারিয়ন বার্তোলি। মাত্র ২৮ বছর বয়সে টেনিসকে বিদায় জানালেন টেনিসের ডি-গ্ল্যাম কন্যা।
একেই বোধহয় বলে কেরিয়ারের মধ্যগগনে সিংহাসন ছেড়ে দেওয়া। মাত্র ৬ সপ্তাহ আগে পূরণ হয়েছে স্বপ্ন। ঘাসের কোর্টের নতুন রানিকে নিয়ে টেনিস দুনিয়া যখন নতুন স্বপ্নে মগ্ন, ঠিক সেই সময় সকলকে আরও একবার চমকে দিয়ে অবসর ঘোষনা করলেন মারিয়ন বার্তোলি। মাত্র ২৮ বছর বয়সে টেনিসকে বিদায় জানালেন টেনিসের ডি-গ্ল্যাম কন্যা।
বুধবারের চিত্রনাট্য লেখাই হয়েছিল একটু অন্যভাবে। ওয়েস্টার্ন অ্যান্ড সাউদার্ন ওপেন টেনিসের দ্বিতীয় রাউন্ডে রোমানিয়ার সিমোনা হালেপের কাছে হেরে যান বিশ্বের সাত নম্বর বার্তোলি। তারপরই সোজা হেঁটে চলে যান মিডিয়া রুমে। আচমকাই অবসর ঘোষনা করেন। চোখের জল মুছে বলেন, "আমি আর পারছি না। আমি জানি এটা সোজা নয়। এখনও সময়ও হয়নি। কিন্তু এটাই আমার জীবনের শেষ ম্যাচ ছিল। আমার মনে হয় আমার এখনই অবসর ঘোষনা করা উচিত।" ধরা গলায় বড়ই অস্পষ্ট শোনাচ্ছিল শেষ কথাগুলো।
খেলতে নামার আগে এ দিন কেউ ঘুনাক্ষরেও টের পাননি অপেক্ষা করে আছে বার্তোলির বিদায়ের খবর। আর খেলার শেষেই সদ্য উইম্বলডন চ্যাম্পিয়নের গলায় শোনা গেল, "এই সিদ্ধান্তটা নেওয়া সত্যিই খুব কঠিন ছিল। বহুদিন ধরে টেনিস খেলছি আমি। আমার সবথেকে বড় স্বপ্নপূরণ হয়েছে। সকলেই আমার উইম্বলডন জয় মনে রাখবে। কেউ আমার এই শেষ ম্যাচটা মনে রাখবে না। আমার স্বপ্নপূরণের গল্পো চিরকাল আমার সঙ্গে থাকবে। কিন্তু এই মুহূর্তে শারীরিক ভাবে আমি আর পেরে উঠছি না।"
ডব্লিউটিএ চেয়াম্যান স্ট্যাসি অ্যালেস্টার ৮টি ডব্লিউটিএ খেতাব জয়ী বার্তোলির উদ্দেশে বলেন, "বার্তোলির কেরিয়ার অনেককে অনুপ্রেরণা জুগিয়েছে। ও মহিলা খেলোয়াড়দের প্রতিভূ। ওর মূল্যবোধ, স্বপ্নপূরণের জন্য লড়াই, এই সবকিছপর জন্য বার্তোলিকে নিয়ে আমি গর্বিত।"