Exclusive: 'রাহুল যোগ্য লোক', টিম ইন্ডিয়ার নয়া কোচকে দরাজ সার্টিফিকেট Azhar-র
দ্বিতীয় টেস্টে ভারতের পারফরম্যান্সে খুশি তিনি।
নিজস্ব প্রতিবেদন: খেলা ছেড়েছেন বহুদিন। এখন হায়দরাবাদ ক্রিকেট সংস্থা প্রেসিডেন্ট মহম্মদ আজহারউদ্দিন (Mohammad Azharuddin)। বিসিসিআই-এর ৯০তম বার্ষিক সাধারণ সভায় যোগ দিতে এসেছিলেন কলকাতায়। জি ২৪ ঘণ্টাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে দরাজ সার্টিফিকেট দিলেন ভারতীয় ক্রিকেট দলের নয়া কোচ রাহুল দ্রাবিড়কে (Rahul Dravid)। বললেন, 'পরিবর্তন সবসময়ই ভালো। রাহুল যোগ্য লোক। দারুণ খেলোয়াড় ছিল। জয় দিয়ে শুরু করল। আশা করি, ভালোই হবে'।
দীর্ঘ ৫ বছর পর মুম্বইয়ের ওয়াংখেড়েতে স্টেডিয়াম ফিরল টেস্ট ক্রিকেট। সিরিজের দ্বিতীয় টেস্ট মুখোমুখি ভারত ও নিউজিল্যান্ড। শুধু তাই নয়, টেস্টের দ্বিতীয় কার্যত জয়ের স্বপ্ন দেখতে শুরু করে টিম ইন্ডিয়া। বোলারদের দাপটে মাত্র ৬২ রানেই অলআউট কিউয়িরা। দ্বিতীয় ইনিংসে ভারতের স্কোর বিনা উইকেট ৬৯ রান। ৩৩২ রানে এগিয়ে কোহলি অ্যান্ড কোম্পানি। হাতে এখনও ১০ উইকেট।
আরও পড়ুন: INDvsNZ: বোলারদের দাপটে মুম্বই টেস্টে জয়ের দোরগোড়ায় Team India
নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ভারতের পারফরম্যান্সে খুশি আজহার। বললেন, 'টিম আগের থেকে ভালো খেলছে। টেস্টে ভালোই পারফরম্যান্স হচ্ছে। ইংল্যান্ডেও আমরা ভালো খেলেছিলাম'। তাঁর মতে, 'ভারতের পিচে বল টার্ন করে। এই পিচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলা সহজ নয়। টেস্টে পার্থক্য গড়ে দিতে পারেন অশ্বিন'। টি-টোয়েন্টি দলের অধিনায়ক হয়েছেন রোহিত শর্মা। তাঁকে কি এবার একদিনের দলেরও দায়িত্বও দেওয়া উচিত? প্রতিক্রিয়া এড়িয়ে গেলেন আজহার।
Azharuddin Interview: 'রাহুল যোগ্য লোক', টিম ইন্ডিয়ার নয়া কোচকে দরাজ সার্টিফিকেট Azhar-র, কলকাতায় এসে জি ২৪ ঘণ্টায় অকপট @azharflicks@ArkodeeptoM#Azharuddin #TeamIndia #ZEE24Ghanta pic.twitter.com/17Re5UbNdV
— zee24ghanta (@Zee24Ghanta) December 4, 2021
আরও পড়ুন: INDvsNZ: কোন লক্ষ্য নিয়ে খেলছে Team India? জানিয়ে দিলেন Mayank Agarwa
খেলার ছাড়ার পর ২০১৭ সালেই হায়দরাবাদ ক্রিকেট সংস্থার দায়িত্ব নেওয়া ইচ্ছা প্রকাশ করেছিলেন। কিন্তু সেবার টেকনিক্যাল কারণে বাতিল করে দেওয়া হয়েছিল তাঁর প্রার্থীপদ। আজহার কিন্তু লড়াই থামাননি। ২০১৯-র ক্রিকেট সংস্থার সভাপতি নির্বাচিত হন তিনি। নতুন এই দায়িত্ব কতটা উপভোগ করছেন? মহম্মদ আজহারউদ্দিন অকপট স্বীকারোক্তি, 'মাঠে নেমে খেলা ও প্রশাসন সামলানো এক জিনিস নয়। সময় লাগবে'। পাশাপাশি, আইপিএল ২ নতুন টিমের অন্তভুক্তির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন তিনি।