চিনে ঠান্ডায় কাঁপছে মোহনবাগান
চিনে ঠান্ডায় কাঁপছে মোহনবাগান। রবিবার ভারতীয় সময় সন্ধ্যে ছটায় জিনান গিয়ে পৌছয় সবুজ-মেরুন ব্রিগেড। এখানেই মঙ্গলবার এএফসি চ্যাম্পিয়ন্স লিগের কোয়ালিফায়ারে চিনের দল শ্যানডঙ লুনেঙের মুখোমুখি হবে সঞ্জয় সেনের দল। পুণের বত্রিশ ডিগ্রি তাপমাত্রা থেকে চিনের মাইনাস দু ডিগ্রি তাপমাত্রায় পৌছে রীতিমত কাঁপছেন সোনি-জেজেরা। আবহাওয়া প্রতিকূল। বিপক্ষ দলও ধারে ভারে অনেকটাই শক্তিশালী। তবে দমছে না সবুজ-মেরুন শিবির। দেশের সম্মানের কথা মাথায় রেখে সেরাটা উজাড় করে দিতে চায় সবাই।
ওয়েব ডেস্ক: চিনে ঠান্ডায় কাঁপছে মোহনবাগান। রবিবার ভারতীয় সময় সন্ধ্যে ছটায় জিনান গিয়ে পৌছয় সবুজ-মেরুন ব্রিগেড। এখানেই মঙ্গলবার এএফসি চ্যাম্পিয়ন্স লিগের কোয়ালিফায়ারে চিনের দল শ্যানডঙ লুনেঙের মুখোমুখি হবে সঞ্জয় সেনের দল। পুণের বত্রিশ ডিগ্রি তাপমাত্রা থেকে চিনের মাইনাস দু ডিগ্রি তাপমাত্রায় পৌছে রীতিমত কাঁপছেন সোনি-জেজেরা। আবহাওয়া প্রতিকূল। বিপক্ষ দলও ধারে ভারে অনেকটাই শক্তিশালী। তবে দমছে না সবুজ-মেরুন শিবির। দেশের সম্মানের কথা মাথায় রেখে সেরাটা উজাড় করে দিতে চায় সবাই।
গতবছরের একত্রিশ অক্টোবরের পর মঙ্গলবারই প্রথম মাঠে নামবে শ্যানডঙ। দলে ছয়জন বিদেশি আছে। যার মধ্যে পাঁচজন ব্রাজিলীয়। তবে আর্জেন্টিনীয় গেমমেকার মন্টিলো আর ব্রাজিলীয় স্ট্রাইকার ডস স্যান্টোসই চিনের দলটির আসল শক্তি। তারকা ফুটবলারদের মতই চিনের দলটির কোচও হাইপ্রোফাইল। জেজে-সোনিদের বিরুদ্ধে রিজার্ভ বেঞ্চে দেখা যাবে নেইমারদের প্রাক্তন কোচ মানো মেনজেসকে।