মোহনবাগানে চালু হল 'গোল্ড কার্ড'
কী সুবিধা থাকছে এই 'গোল্ড কার্ডে'?
সুখেন্দু সরকার
সদস্য-সমর্থকদের জন্য নয়। নতুন মরশুমে মোহনবাগানে চালু হল 'গোল্ড কার্ড'। রবিবার এক অনুষ্ঠানে মোহনবাগান সচিব অঞ্জন মিত্র প্রথম 'গোল্ড কার্ড'-টি তুলে দিলেন প্রাক্তন বাগান অধিনায়ক শিশির ঘোষের হাতে।
আরও পড়ুন- পুজোর আগেই কলকাতায় মুখোমুখি মোহনবাগান-বার্সেলোনা
সবুজ-মেরুন জার্সিতে খেলা সব অধিনায়ককেই এবার থেকে দেওয়া হবে এই 'গোল্ড কার্ড'। কী সুবিধা থাকছে এই 'গোল্ড কার্ডে'? অঞ্জন মিত্র জানান, "মোহনবাগানের হয়ে খেলা সব জীবিত অধিনায়ককে এই কার্ড দেওয়া হবে। যাতে মোহনবাগানের সব ম্যাচ ভিআইপি গ্যালারিতে বসে তাঁরা দেখার সুযোগ পান।" প্রথম 'গোল্ড কার্ড' হাতে পেয়ে উচ্ছ্বসিত শিশির ঘোষ। ২৯ জুলাই, মোহনবাগান দিবসে বাকি অধিনায়কদের হাতেও তুলে দেওয়া হবে এই 'গোল্ড কার্ড'।