Mohun Bagan Super Giant: ঘরে ফেরার ম্যাচে পাঁচ গোল দিল মেরিনার্স, হ্যাটট্রিকে CR7 সেলিব্রেশন সুহেলের
Mohun Bagan Super Giant Beats 5-2 Dalhousie Athletic Club in CFL 2023: তিন বছর পর মোহনবাগান খেলল নিজেদের ঘরের মাঠে। স্বভাবতই সমর্থকদের উদ্দীপনা ছিল তুঙ্গে। তবে বাস্তব রায়ের শিষ্যরা সমর্থকদের মন ভরিয়ে দিলেন বিরাট ব্যবধানে জয় উপহার দিয়ে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চলতি কলকাতা ফুটবল লিগে (Calcutta Football League 2023) দুরন্ত ছন্দে রয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant)। প্রথম ম্যাচে পাঠচক্রকে ৩-১ গোলে হারানোর পর দ্বিতীয় ম্যাচে টালিগঞ্জ অগ্রগামীকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছিল সবুজ-মেরুন। রবিবার সবুজ-মেরুন তাঁবুতে বাস্তব রায়ের ছেলেরা লিগের তৃতীয় ম্যাচ খেলতে নেমেছিল ডালহৌসি এসির বিরুদ্ধে। কানায় কানায় ভর্তি গ্যালারিকে ফের আনন্দে মাতাল মেরিনার্সের জুনিয়র ব্রিগেড। এদিন সুহেল আহমেদ ভাটের হ্যাটট্রিকে মোহনবাগান ৫-২ গোলে হারাল ডালহৌসিকে। সুহেল ছাড়া জোড়া গোল করেছেন মহম্মদ ফারদিন আলি মোল্লা। লিগে টানা তিন ম্যাচ জিতে জয়ের হ্যাটট্রিক করল চনমনে মোহনবাগান।
আরও পড়ুন: পিছিয়ে থেকেও হামতের হ্যাটট্রিক! টালিগঞ্জকে ৫-১ গোলে উড়িয়ে সবুজ-মেরুন ঝড়
রবিবাসরীয় বিকেলে দীর্ঘদিন পর ময়দানের চেনা ছবি দেখে মন ভরে গিয়েছে ফুটবল ফ্যানদের। মোহনবাগান মাঠের ছবি ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়। কারণ তিন বছর পর ঘরের মাঠে খেলল টিম। বৃষ্টিকে উপেক্ষা করেই মোহনজনতা এসেছিলেন মাঠ ভরাতে। মোহনবাগানের প্রথম ম্যাচে নৈহাটি ছিল পুরো ভর্তি। দ্বিতীয় ম্যাচে ব্যারাকপুরের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় স্টেডিয়ামেও ছিল একই দৃশ্য়। আর এবার তো ঘরের মাঠ। গ্যালারি যে উপচে পড়তই! এদিন মৃদুল বন্দ্যোপাধ্যায়ের দলের রক্ষণ নিয়ে ছেলেখেলা করেছে মোহনবাগান, তা স্কোরলাইনই বলে দিচ্ছে।
এদিন প্রথমার্ধেই সুহেলের জোড়া গোলে ম্যাচ কার্যত পকেটে পুরে ফেলেছিল বাস্তব রায়ের শিষ্য়রা। দ্বিতীয়ার্ধের চার মিনিটের মধ্যে সুহেল পেনাল্টিতে গোল করে হ্যাটট্রিক করে ফেলেন। এদিন সুহেলের সেলিব্রেশনে ছিল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ছোঁওয়া। যা আলাদা করে নজর কেড়েছে। এরপর ফারদিন করেন জোড়া গোল। দ্বিতীয়ার্ধে তিন গোল করেও মোহনবাগানকে হজম করতে হয়েছে দুই গোল। ডালহৌসির হয়ে গোল করেছেন শিব হরি ও আভাস কুন্ডু। টানা তিন ম্যাচ জিতেও বাস্তবকে ভাবাবে তাঁর দলের ডিফেন্স। যা চিন্তার বিষয়। তবে তিন ম্যাচে ১৩ গোল করা দলকে অবশ্যই বাড়তি অক্সিজেন দিচ্ছে আক্রমণ বিভাগ। একেবারে তেল দেওয়া মেশিনের মতো ছুটছে টিম।
এবার বিদেশিহীন কলকাতা লিগ। স্থানীয় প্রতিভা তুলে আনার জন্যই এই প্রথম কলকাতা লিগে বিদেশিরা ব্রাত্য। মোহনবাগান খেলাচ্ছে তাদের অনূর্ধ্ব-২৩ দল। একই পন্থা অবলম্বন করবে ইস্টবেঙ্গলও। ২০১৮ সালে শেষবার কলকাতা লিগ চ্যাম্পিয়ন হয়েছিল মোহনবাগান। তারপর তিন বছর শহর সেরার লড়াইয়ে অংশ নেয়নি গঙ্গাপাড়ের শতাব্দী প্রাচীন ক্লাব। ফের লিগে মোহনবাগান। এবার ট্রফিই পাখির চোখ ক্লাবের। তা বুঝিয়ে দিচ্ছেন ফুটবলাররা।
আরও পড়ুন: Mohun Bagan | CFL 2023: পাঠচক্রকে উড়িয়েই লিগ অভিযান শুরু করল 'নতুন সবুজ-মেরুন'