টানা জয়! অ্যাওয়ে ম্যাচ জিতে মোহনবাগান এখন 'ফার্স্ট বয়'

প্রথমার্ধে নাওরেমের গোলে এগিয়ে যায় সবুজ-মেরুন। বাবা দিওয়ারা,ফ্রান গঞ্জালেসরা গোলের সহজ সুযোগ না করলে প্রথমার্ধেই স্কোরলাইন তিন-শূন্য হতে পারত।

Updated By: Jan 23, 2020, 06:18 PM IST
টানা জয়! অ্যাওয়ে ম্যাচ জিতে মোহনবাগান এখন 'ফার্স্ট বয়'

নিজস্ব প্রতিবেদন: আই লিগে দুরন্ত ফর্মে মোহনবাগান। ডার্বি জয়ের রেশ কাটতে না কাটতেই অ্যাওয়ে ম্যাচে নেরোকাকে হারাল সবুজ-মেরুন। ইম্ফলে বাগান ঝড়ে উড়ে গেল মণিপুরের দলটি। অ্যাওয়ে ম্যাচে মোহনবাগান জিতল ৩-০ গোলে। ডার্বি জয়ের পরের ম্যাচ সবসময়ই কঠিন হয়। তার উপর ছিল আঠারো দিনে পাঁচ ম্যাচ খেলার ক্লান্তি। জোড়া ফ্যাক্টরকে হারিয়ে বাজিমাত করল ভিকুনার দল। 

প্রথমার্ধে নাওরেমের গোলে এগিয়ে যায় সবুজ-মেরুন। বাবা দিওয়ারা,ফ্রান গঞ্জালেসরা গোলের সহজ সুযোগ না করলে প্রথমার্ধেই স্কোরলাইন তিন-শূন্য হতে পারত। দ্বিতীয়ার্ধে নাওরেমের সাজানো ক্রশ থেকে গোল করে ব্যবধান বাড়ান বাবা দিওয়ারা। পরপর দু ম্যাচে গোল পেলেন সেনেগালের স্ট্রাইকার। এরপরই চোট পাওয়া সাইরাসের জায়গায় কোমরনকে নামিয়ে আরও আক্রমনাত্মক হয়ে যান ভিকুনা। 

আরও পড়ুন-  চোখের জলে আলেসান্দ্রোর বিদায়, ইস্টবেঙ্গলের নতুন কোচ মারিও রিভেরা

ইনজুরি টাইমে বাগান জার্সিতে নিজের প্রথম গোলটি পেয়ে যান তাজিকিস্তানের কোমরন তুরসনভ। নয় ম্যাচে কুড়ি পয়েন্ট পেয়ে লিগ শীর্ষে সবুজ-মেরুন। আই লিগে টানা সাত ম্যাচে অপরাজিত মোহনবাগান। যার মধ্যে ছটাতেই জিতেছে ভিকুনার দল। অ্যাওয়ে ম্যাচে দুরন্ত জয়ের মধ্যেও বাগান কোচকে চিন্তায় রাখবে সাইরাসের চোট। থাইয়ের চোটে পরের ম্যাচে অনিশ্চিত ক্যারিবিয়ান ডিফেন্ডার।

.