IPL-এ চেন্নাই সুপার কিংস দল নিয়ে ফেরার হুমকি দিলেন শ্রীনিবাসন

কিছুতেই আটাকানো যাচ্ছে না এন শ্রীনিবাসনকে। সুপ্রিম কোর্টের নির্দেশে ভারতীয় ক্রিকেটের সব প্রশাসনিক পদ থেকে সরে দাঁড়াতে হয়েছে শ্রীনিকে। কিন্তু তাতেও দমেননি তিনি। বোর্ডের রাজ্য সংস্থার কর্তাদের নিয়ে প্রাক্তন বিসিসিআই প্রেসিডেন্ট লড়াই জারি রেখেছেন।

Updated By: Apr 1, 2017, 11:19 PM IST
IPL-এ চেন্নাই সুপার কিংস দল নিয়ে ফেরার হুমকি দিলেন শ্রীনিবাসন

ওয়েব ডেস্ক : কিছুতেই আটাকানো যাচ্ছে না এন শ্রীনিবাসনকে। সুপ্রিম কোর্টের নির্দেশে ভারতীয় ক্রিকেটের সব প্রশাসনিক পদ থেকে সরে দাঁড়াতে হয়েছে শ্রীনিকে। কিন্তু তাতেও দমেননি তিনি। বোর্ডের রাজ্য সংস্থার কর্তাদের নিয়ে প্রাক্তন বিসিসিআই প্রেসিডেন্ট লড়াই জারি রেখেছেন।

আরও পড়ুন- ধোনি তাঁকে সবরকমভাবে সমর্থন করবেন বলে দাবি স্মিথের

এবার আইপিএলে ফেরার হুঙ্কার দিলেন শ্রীনি। জানিয়ে দিলেন সামনের আইপিএলে তার মালিকানাতেই খেলবে চেন্নাই সুপার কিংস। আর মহেন্দ্র সিং ধোনিই হলুদ জার্সি গায়ে চাপিয়ে নেতৃত্ব দেবেন চেন্নাই দলকে। এই মূহুর্তে ধোনি পুণে সুপারজায়েন্টস দলে। তবে তাঁকে নেতৃত্ব থেকে এবছর সরিয়ে দিয়েছে পুণে দল। কিন্তু এবছর আইপিএলের দশ বছর পূর্ণ হয়ে যাচ্ছে । ফলে সামনের বছর মাহি ফ্রি ক্রিকেটার। আর সেই সুযোগকে কাজে লাগিয়ে নিজের প্রিয় অধিনায়ক ধোনিকে ফের ঘরে ফিরিয়ে নিতে মরিয়া শ্রীনিবাসন। চেন্নাইয়ে এক অনুষ্ঠানে শ্রীনিবাসন ফের একবার টিপ্পনী কাটেন শশাঙ্ক মনোহর-শরদ পওয়ারদের। জানিয়ে দেন অতীতে তিনি অবৈধ উপায়ে কখনই আইপিএলের দল কেনেননি। ললিত মোদী, শরদ পওয়ার, শশাঙ্ক মনোহরদের অনুমতি নিয়েই দল কিনেছিলেন।

.