Neeraj Chopra: অনন্য সম্মান, ভারতীয় সেনার এই স্টেডিয়ামের নামকরণ হচ্ছে নীরজের নামে

নীরজ শুধুই একজন অ্যাথলিট নন, দেশের সেনাও তিনি। 

Updated By: Aug 21, 2021, 01:16 PM IST
Neeraj Chopra: অনন্য সম্মান, ভারতীয় সেনার এই স্টেডিয়ামের নামকরণ হচ্ছে নীরজের নামে

নিজস্ব প্রতিবেদন: দেশের সোনা জয়ী অলিম্পিয়ান নীরজ চোপড়াকে (Neeraj Chopra) অনন্য সম্মান দিচ্ছে ভারতীয় সেনা। পুণের আর্মি স্পোর্টস ইনস্টিটিউটের অন্তর্গত স্টেডিয়ামের নামকরণ হচ্ছে নীরজ চোপড়া আর্মি স্পোর্টস স্টেডিয়াম (Neeraj Chopra Army Sports Stadium)।

আগামী ২৩ অগাস্ট নামকরণ অনুষ্ঠানে পুণের ওই স্টেডিয়ামে হাজির থাকবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh), সেনাপ্রধান জেনারেল এমএম নারভানে (M M Narvane) ও লেফ্টেন্যান্ট গর্ভনর জেএস নইন (JS Nain)। রাজনাথ সিং ওদিনের অনুষ্ঠানে আরও ১৬ জন অলিম্পিয়ানকেও সংবর্ধনা জানাবেন।

আরও পড়ুন: Sachin Tendulkar র কোথায় ছিল দুর্বলতা ? জানালেন ১৩ বার আউট করা Muralitharan

 
টোকিও অলিম্পিক্সে (Tokyo Olympics 2020) জ্যাভলিন ছুড়ে দেশকে সোনা এনে দেন নীরজ। অভিনব বিন্দ্রার পর নীরজই দ্বিতীয় ভারতীয় যিনি ব্যক্তিগত দক্ষতায়  অলিম্পিক্স থেকে সোনা জিতেছেন। বিন্দ্রা ২০০৮ সালে বেজিং অলিম্পিক্সে শুটিংয়ে সোনা পান। ১৩ বছর পর ফের নীরজ সেই নজির গড়েছেন। 

নীরজ শুধুই একজন অ্যাথলিট নন, দেশের সেনাও তিনি। ২০১৬ সালে নায়েব সুবেদার পদে নীরজকে ভারতীয় সেনার রাজপুতানা রেজিমেন্টে নিযুক্ত করা হয়েছিল। সেনাপ্রধান জেনারেল এমএম নারাভানে-সহ ভারতীয় সেনাবাহিনীর সকল পদস্থ কর্তা নীরজকে সোনার সাফল্যের জন্য অভিনন্দন জানিয়েছেন। নীরজ সোনা জয়ের পর দিল্লির রাজপুতানা রাইফেলসে নীরজের সহযোদ্ধারা তাঁর নামে জয়ধ্বনিও দেন। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.