শেষ চারে উঠতে শারাপোভার দাপট, জকোভিচের হোঁচট
চলতি অস্ট্রেলিয়ান ওপেনে মারিয়া শারাপোভার ফর্মটাকে ঠিক কীভাবে ব্যাখা করা যাবে তা নিয়ে চিন্তায় পড়েছে বিশ্ব সংবাদমাধ্যম। মাত্র নটা গেম খুইয়ে সেমিফাইনালে উঠে নতুন রেকর্ড শারাপোভা এখন সবার আলোচনার কেন্দ্রবিন্দুতে। ১৯৯১ সালে মোনিকা সেলেসের ১২ গেম খুইয়ে সেমিফাইনালে ওঠার রেকর্ড ভাঙলেন রাশিয়ার এই টেনিস সুন্দরী।
চলতি অস্ট্রেলিয়ান ওপেনে মারিয়া শারাপোভার ফর্মটাকে ঠিক কীভাবে ব্যাখা করা যাবে তা নিয়ে চিন্তায় পড়েছে বিশ্ব সংবাদমাধ্যম। মাত্র নটা গেম খুইয়ে সেমিফাইনালে উঠে নতুন রেকর্ড শারাপোভা এখন সবার আলোচনার কেন্দ্রবিন্দুতে। ১৯৯১ সালে মোনিকা সেলেসের ১২ গেম খুইয়ে সেমিফাইনালে ওঠার রেকর্ড ভাঙলেন রাশিয়ার এই টেনিস সুন্দরী।
মঙ্গলবার সতীর্থ একটারিনা মাকারোভকে ৬-২, ৬-২ হারিয়ে নিজের ১৬ তম গ্র্যান্ড স্লামের শেষ চারে ওঠার পর শারাপোভা বললেন, "বেশ ভালই খেলছি, তবে টুর্নামেন্ট জিততে না পারলে এসবের দাম নেই"। চলতি অসি ওপেনের প্রথম দুটো রাউন্ডে কোনও গেম না খুইয়েই ম্যাচ জিতেছিলেন মাশা (শারাপোভার ডাক নাম)। তৃতীয় রাউন্ডে ভেনাস উইলিয়ামসের বিরুদ্ধে জিতেছিলেন ৬-১, ৬-৩। চতুর্থ রাউন্ডে জয় এসেছিল ফ্লিপকিংসের বিরুদ্ধে ৬-১, ৬-০। এরপর আজ মাশা ঝড় ওঠে কোয়ার্টার ফাইনালে মাকারোভের বিরুদ্ধে। এশিয়ার পতাকা নিয়ে এগিয়ে চলেছেন চিনের না লি। কোয়ার্টার ফাইনালে না লি হারালেন রোদোনাস্কাকে ৭-৫, ৬-৩। সেমিফাইনালে না লি`র সামনে এবার শারাপোভার চ্যালেঞ্জ।
নোভাক জকোভিচও সেমিফাইনালে উঠলেন। তবে জকোভিচের দাপট এবার কিছুটা কম। চতুর্থ রাউন্ডে ওয়ারিঙ্কার কাছে হারতে হারতে বাঁচার পর জোকার আজ সেটা খোয়ালেন। হ্যাটট্রিক অসি ওপেন খেতাবের লক্ষ্যে নামা জকোভিচ ৬-১, ৪-৬,৬-১, ৬-৪ জিতলেন টমাস বার্ডিচের বিরুদ্ধে। সেমিফাইনালে জকোভিচের সামনে রাফায়েল নাদালের প্রিয় বন্ধু স্পেনের ডেভিড ফেরার। স্বদেশীয় নিকোলাস আলমারগোকে