বিশ্বক্রিকেটে নয়া নজির বিরাট কোহলির!
নয়া নজির বিরাট কোহলির। টেস্ট ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে পরপর তিন সিরিজে দ্বিশতরান করার কৃতিত্ব দেখালেন কোহলি। পাশাপাশি সচিন,পতৌদিদের টেক্কা দিয়ে ভারত অধিনায়ক হিসেবে সর্বাধিক তিনটি দ্বিশতরান করার নজিরও গড়েন বিরাট। ওয়াংখেড়েতে দ্বিশতরান করে নয়া নজির গড়লেন বিরাট কোহলি। টেস্ট ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে পরপর তিন সিরিজে দ্বিশতরান করার কৃতিত্ব দেখালেন কোহলি। এমনকী প্রথম ভারতীয় হিসেবে একবছরে তিনটি দ্বিশতরান করারও নজির গড়লেন।
![বিশ্বক্রিকেটে নয়া নজির বিরাট কোহলির! বিশ্বক্রিকেটে নয়া নজির বিরাট কোহলির!](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2016/12/11/72754-virat11-12-16.jpg)
ওয়েব ডেস্ক: নয়া নজির বিরাট কোহলির। টেস্ট ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে পরপর তিন সিরিজে দ্বিশতরান করার কৃতিত্ব দেখালেন কোহলি। পাশাপাশি সচিন,পতৌদিদের টেক্কা দিয়ে ভারত অধিনায়ক হিসেবে সর্বাধিক তিনটি দ্বিশতরান করার নজিরও গড়েন বিরাট। ওয়াংখেড়েতে দ্বিশতরান করে নয়া নজির গড়লেন বিরাট কোহলি। টেস্ট ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে পরপর তিন সিরিজে দ্বিশতরান করার কৃতিত্ব দেখালেন কোহলি। এমনকী প্রথম ভারতীয় হিসেবে একবছরে তিনটি দ্বিশতরান করারও নজির গড়লেন।
আরও পড়ুন বিরাটের ডাবল সেঞ্চুরি, জয়ন্তের সেঞ্চুরির দাপটে কালই সিরিজ জিততে চলেছে ভারত
এমনকী ভেঙে দিলেন সব ভারত অধিনায়কের রেকর্ড। ভারত অধিনায়ক হিসেবে এতদিন মহেন্দ্র সিং ধোনির করা দুশো চৌত্রিশ রান ছিল টেস্টে সর্বাধিক। ওয়াংখেড়ে তা টপকে দুশো পয়ত্রিশ করলেন বিরাট। পতৌদি,গাভাসকর,সচিন তেন্ডুলকর, মহেন্দ্র সিং ধোনি অধিনায়ক হিসেবে একটি করে দ্বিশতরান করেছিলেন। সেখানে কোহলি ইতিমধ্যেই করে ফেলেছেন তিনটি দ্বিশতরান। ভেঙে দিলেন ইংল্যান্ডের বিরদ্ধে এক সিরিজে ভারতীয়দের মধ্যে রাহুল দ্রাবিড়ের গড়া সর্বোচ্চ রানের রেকর্ডও। এদিন কোহলি-জয়ন্ত যাদবের দুশো একচল্লিশ রানের জুটি ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের জয়ের ভিত গড়ে দেয়।