ICC World Cup 2019: উইলিয়ামসনের সেঞ্চুরিতে রুদ্ধশ্বাস জয় কিউইদের! কার্যত বিদায় দক্ষিণ আফ্রিকার

বিশ্বকাপে ৫টি ম্যাচের চারটিতে জিতে ৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে নিউ জিল্যান্ড।

Updated By: Jun 20, 2019, 11:13 AM IST
ICC World Cup 2019: উইলিয়ামসনের সেঞ্চুরিতে রুদ্ধশ্বাস জয় কিউইদের! কার্যত বিদায় দক্ষিণ আফ্রিকার

নিজস্ব প্রতিবেদন: বার্মিংহামের কার্যত বিশ্বকাপ থেকে বাই বাই হয়ে গেল দক্ষিণ আফ্রিকা। অধিনায়ক কেন উইলিয়ামসনের ধৈর্যশীল সেঞ্চুরিতে শেষ ওভারে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নেয় নিউ জিল্যান্ড। দক্ষিণ আফ্রিকাকে ৪ উইকেটে হারিয়ে বিশ্বকাপের পয়েন্ট টেবিলে শীর্ষে ব্ল্যাক-ক্যাপসরা।

বুধবার বৃষ্টিবিঘ্নিত বার্মিংহামে ম্যাচ করে দাঁড়ায় ৮৯ ওভারের। টস জিতে প্রথমে ফিল্ডিং নেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। বোল্টের গতিতে পরাস্ত হয়ে বোল্ড হয়ে ফেরেন কুইন্টন ডি'কক(৫)। হাসিম আমলা ৫৫ রান করেন। আর শেষ পর্যন্ত ভান দের দুসেন ৬৭ রানে অপরাজিত থাকেন। মাকারাম ৩৮ আর মিলার ৩৬ রান করেন। বোল্ট, ফার্গুসন, হেনরি, ডি গ্রাহামের নিয়ন্ত্রিত বোলিংয়ে শেষ পর্যন্ত ৪৯ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৪১ রান তোলে দক্ষিণ আফ্রিকা। লকি ফার্গুসন ৩টি উইকেট নেন।

২৪২ রানের টার্গেট তাড়া করতে নেমে  শুরুটা ভালো হয়নি নিউ জিল্যান্ডেরও। কলিন মুনরোকে দ্রুত ফেরান রাবাডা।এরপর ক্রিস মরিসের দাপটে পর পর উইকেট হারিয়ে একটা সময় বেশ খানিকটা চাপে পড়ে যায় কিউইরা। ১৩৭ রানে ৫ উইকেট হারায় তারা। কিন্তু একা কুম্ভ হয়ে লড়াই চালিয়ে যান কেন উইলিয়ামসন। সঙ্গে কলিন ডি গ্র্যান্ড হোমের ৪৭ বলে ৬০ রানের দুরন্ত ইনিংস ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। ডি গ্রাহাম আউট হলেও শেষ ওভারে বাজিমাত করেন উইলিয়ামসন। ৩ বল বাকি থাকতে ম্যাচ জিতে নেয় কিউইরা। ১০৬ রানে অপরাজিত থাকেন উইলিয়ামসন।

বিশ্বকাপে ৫টি ম্যাচের চারটিতে জিতে ৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে নিউ জিল্যান্ড। অন্যদিকে ৬টি ম্যাচ খেলে মাত্র ১টি ম্যাচ জিতেছে প্রোটিয়ারা। একটি ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছে। তাদের পয়েন্ট মাত্র ৩। বিশ্বকাপে প্রথম তিনটে ম্যাচ হেরে শুরু করে দু প্লেসিরা। বিশ্বকাপে টিকে থাকার লড়াইয়ে বুধবার কিউইদের বিরুদ্ধে মাস্ট উইন গেম ছিল দক্ষিণ আফ্রিকার। সেই ম্যাচে হেরে কার্যত বিশ্বকাপ থেকে বিদায়ঘণ্টা বেজে গেল দু প্লেসি-তাহিরদের।   

আরও পড়ুন - ম্যারাথন জেরার পর মুক্তি পেলেন মিশেল প্লাতিনি!

.