বিদেশ সফরে গোটা সময় অনুষ্কাকে পাশে পাওয়ার বিরাট আবেদনে সায় নেই বোর্ডের!

ভারতীয় ক্রিকেট বোর্ডের বর্তমান নিয়মানুযায়ী বিদেশ সফরে ক্রিকেটারদের স্ত্রী ও বান্ধবীরা দু সপ্তাহের বেশি প্রিয়জনের সঙ্গে থাকতে পারেন না।

Updated By: Oct 9, 2018, 09:42 AM IST
বিদেশ সফরে গোটা সময় অনুষ্কাকে পাশে পাওয়ার বিরাট আবেদনে সায় নেই বোর্ডের!

নিজস্ব প্রতিবেদন : ভারতীয় ক্রিকেট বোর্ডের নিয়মানুযায়ী, ক্রিকেটার ও সাপোর্ট স্টাফরা বিদেশ সফরে থাকাকালীন মাত্র দুই সপ্তাহ নিজেদের সঙ্গে স্ত্রীকে রাখতে পারেন। বিদেশ সফরে পুরো সময়ের জন্য ক্রিকেটাররা যাতে তাঁদের স্ত্রীদের পাশে পান, সেবিষয়ে দু'দিন আগেই বোর্ডের দৃষ্টি আকর্ষণ করেছিলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। কিন্তু অধিনায়কের সেই আবেদনে সাড়া দিয়ে এখনই তাঁদের সিদ্ধান্ত বদলানোর পক্ষপাতী নয় সুপ্রিম কোর্ট নিযুক্ত বোর্ডের কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটর(সিওএ)। সূত্রের খবর সিওএ এব্যাপারে তড়িঘড়ি সিদ্ধান্ত বদলের রাস্তায় হাঁটতে চায় না।

ভারতীয় ক্রিকেট বোর্ডের বর্তমান নিয়মানুযায়ী বিদেশ সফরে ক্রিকেটারদের স্ত্রী ও বান্ধবীরা দু সপ্তাহের বেশি প্রিয়জনের সঙ্গে থাকতে পারেন না। এবার বিদেশ সফর চলাকালীন স্ত্রী'দের সঙ্গে রাখার দাবি তোলেন টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন বিরাট কোহলি স্বয়ং। কারণ, নভেম্বরেই অস্ট্রেলিয়ার মাটিতে লম্বা সফর শুরু করতে চলেছে ভারত৷ সেই সফরে ক্রিকেটাররা যাতে তাঁদের স্ত্রীদের পাশে পান, সে বিষয়ে বোর্ডের কাছে আর্জি জানান কোহলি। বিরাট পাশে পেয়েছিলেন দলের বাকি ক্রিকেটারদেরও।

আসন্ন অস্ট্রেলিয়া সফরের আগে বিষয়টি নিয়ে তাই তড়িঘড়ি সিদ্ধান্ত নিতে চাইছে না বোর্ড। সিওএ এই বিষয়ে পরিষ্কার জানিয়েছে, "এই মুহূর্তেই সিদ্ধান্ত বদলের কোনও সম্ভাবনা নেই। নতুন আধিকারিকদের হাতে বিষয়টি তুলে দেওয়া হবে। অদূর ভবিষ্যতে বিষয়টি নিয়ে পুনরায় আলোচনায় বসবেন তারা।" অর্থাৎ অস্ট্রেলিয়া সফরে সবসময় অনুষ্কা-সঙ্গ চাওয়ার 'বিরাট ইচ্ছা' পূরণ হয়তো সম্ভব হচ্ছে না বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল।

.