এত রান করেও আইসিসির টেস্ট দলে ঠাই হল না বিরাটের
সারা বছর ব্যাট হাতে ভুরি ভুরি রান করেও আইসিসির টেস্ট দলে ব্রাত্যই থেকে গেলেন বিরাট কোহলি। অথচ বিরাটের চেয়ে গড়ে কম রান করেও এবছরের আইসিসির টেস্ট দলে জায়গা পেয়েছেন কেন উইলিয়ামসন, জো রুটরা।
![এত রান করেও আইসিসির টেস্ট দলে ঠাই হল না বিরাটের এত রান করেও আইসিসির টেস্ট দলে ঠাই হল না বিরাটের](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2016/12/22/73821-virat.jpg)
ব্যুরো: সারা বছর ব্যাট হাতে ভুরি ভুরি রান করেও আইসিসির টেস্ট দলে ব্রাত্যই থেকে গেলেন বিরাট কোহলি। অথচ বিরাটের চেয়ে গড়ে কম রান করেও এবছরের আইসিসির টেস্ট দলে জায়গা পেয়েছেন কেন উইলিয়ামসন, জো রুটরা।
ভারতের টেস্ট অধিনায়ক কোহলি দুহাজার ষোল সালে আঠেরো ইনিংসে রান করেছেন বারশো পনেরো রান। যার গড় পঁচাত্তর দশমিক নয় তিন। উল্টো দিকে আঠেরো ইনিংসে উইলিয়ামসন করেছেন মাত্র সাতশো তিপ্পান্ন। গড় সাতচল্লিশ দশমিক শূন্য ছয়। জো রুট করেছেন বত্রিশ ইনিংসে চোদ্দশো সাতাত্তর রান। তার রানের গড় উনপঞ্চাশ দশমিক দুই তিন। আইসিসির টেস্ট দলে একমাত্র জায়গা পেয়েছেন আইসিসির বোলারদের তালিকার শীর্ষে থাকা রবিচন্দ্রন অশ্বিন। টেস্ট দলে জায়গা না পেলেও আইসিসির একদিনের দলে জায়গা পেয়েছেন বিরাট কোহলি। তার সঙ্গে ওই দলে জায়গা পেয়েছেন রবীন্দ্র জাদেজা ও রোহিত শর্মা।