সেঞ্চুরি করে নতুন রেকর্ড ওঝার

টেস্ট ক্রিকেটে নতুন মাইলস্টোন স্পর্শ করলেন প্রজ্ঞান ওঝা। ফিরোজ শা কোটলায় নিজের টেস্ট ক্যারিয়ারে একশো উইকেটের গন্ডি স্পর্শ করেন।  দ্রুত একশো উইকেট নেওয়ার ক্ষেত্রে ভারতীয়দের মধ্যে তৃতীয় স্থানে রইলেন ওঝা। দিল্লি টেস্টের দ্বিতীয় দিনের সকালে প্যাটিনসনের উইকেট তুলে নেওয়ার সঙ্গে সঙ্গেই একশো উইকেটের গন্ডি স্পর্শ করে ফেলেন।

Updated By: Mar 23, 2013, 05:36 PM IST

টেস্ট ক্রিকেটে নতুন মাইলস্টোন স্পর্শ করলেন প্রজ্ঞান ওঝা। ফিরোজ শা কোটলায় নিজের টেস্ট ক্যারিয়ারে একশো উইকেটের গন্ডি স্পর্শ করেন।  দ্রুত একশো উইকেট নেওয়ার ক্ষেত্রে ভারতীয়দের মধ্যে তৃতীয় স্থানে রইলেন ওঝা।
দিল্লি টেস্টের দ্বিতীয় দিনের সকালে প্যাটিনসনের উইকেট তুলে নেওয়ার সঙ্গে সঙ্গেই একশো উইকেটের গন্ডি স্পর্শ করে ফেলেন। বাইশটি টেস্টে খেলে এই নজির গড়েন প্রজ্ঞান ওঝা। তাঁর আগে রয়েছেন এরাপল্লী প্রসন্ন ও অনিল কুম্বলে। প্রসন্ন কুড়ি টেস্ট খেলে একশো উইকেট নেওয়ার কৃতিত্ব দেখিয়েছিলেন। কুম্বলে ২১ তম টেস্টে একশো উইকেটের গন্ডি স্পর্শ করেছিলেন।

টেস্টে ক্রিকেটে দ্রুত শততম উইকেটের মাইলস্টোনে পৌঁছন ভারতীয়রা (প্রথম ছয়)
এরাপল্লী প্রসন্ন (২০ তম টেস্টে)
অনিল কুম্বলে (২১ তম টেস্টে )
সুভাষ গুপ্তে (২২ তম টেস্টে)
বি এস চন্দ্রশেখর (২২ তম টেস্টে )
প্রজ্ঞান ওঝা (২২তম টেস্টে)
ভিনু মাঁকড় (২৩ তম টেস্টে)
প্রসঙ্গত, টেস্ট ক্রিকেটের ইতিহাসে দ্রুততম একশো উইকেট দখলের গণ্ডি স্পর্শ করার রেকর্ড ইংল্যান্ডের জর্জ লোম্যানের (মাত্র ১৬ টি টেস্ট খেলে)

.