২০০৭ সালে আজকের দিনেই মাইলস্টোন স্পর্শ করেন মাস্টার ব্লাস্টার, সেই রেকর্ড আজও অক্ষত

সেদিন সাত রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া করেন সচিন। আর সৌরভ গাঙ্গুলির সঙ্গে ১৩০ রানের ওপেনিং পার্টনারশিপে ভারতের জয়ের ভিতও গড়ে দেন মাস্টার ব্লাস্টার।

Edited By: সুখেন্দু সরকার | Updated By: Jun 29, 2020, 03:19 PM IST
২০০৭ সালে আজকের দিনেই মাইলস্টোন স্পর্শ করেন মাস্টার ব্লাস্টার, সেই রেকর্ড আজও অক্ষত
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদন: ক্রিকেটিয় কেরিয়ারে কিংবদন্তি সচিন তেন্ডুলকর একের পর এক নতুন রেকর্ড গড়েছেন। কথায় আছে, রেকর্ড গড়া হয় ভাঙার জন্যই। ২০০৭ সালে আজকের দিনেই একদিনের ক্রিকেটে নতুন মাইলস্টোন স্পর্শ করেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর। যে রেকর্ড আজও অক্ষত রয়েছে।

২৯ জুন, ২০০৭ সালে কিংবদন্তি সচিন তেন্ডুলকর প্রথম ক্রিকেটার হিসেবে ওয়ান ডে ক্রিকেটে ১৫,০০০ রানের গণ্ডি টপকে যান। বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি কিংবদন্তির সেই রেকর্ডকে কুর্নিশ জানিয়ে টুইট করেছে।

প্রসঙ্গত ,প্রথম ক্রিকেটার হিসেবে একদিনের ক্রিকেটে দশ হাজার রানের গণ্ডি টপকে যান সচিন তেন্ডুলকরই। ২০০৭ সালের ২৯ জুন বেলফাস্টে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২২৭ রানের টার্গেট তাড়া করতে নেমে দুরন্ত হাফসেঞ্চুরি করার পথেই একদিনের ক্রিকেটে নয়া নজির গড়ে ফেলেন সচিন। প্রথম ক্রিকেটার হিসেবে ওয়ান ডে তে পনেরো হাজার রানের গণ্ডি টপকে যান। সেদিন সাত রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া করেন সচিন। আর সৌরভ গাঙ্গুলির সঙ্গে ১৩০ রানের ওপেনিং পার্টনারশিপে ভারতের জয়ের ভিতও গড়ে দেন মাস্টার ব্লাস্টার। ১৩ টা বাউন্ডারি আর ২ টো ওভার বাউন্ডারিতে সাজানো ছিলেন সচিনের সেদিনের ৯৩ রানের ইনিংস। ৬ উইকেটে ম্যাচ জিতে নেয় ভারত। ম্যাচের সেরাও হন সচিনই।

একদিনের ক্রিকেটে ৩৭৭ তম ইনিংসে ১৫ হাজার রানের মাইলস্টোন স্পর্শ করেন মাস্টার ব্লাস্টার। একদিনের ক্রিকেটে সচিন ছাড়া আর কেউই এখনও পনেরো হাজার রানের গণ্ডি টপকাতে পারেননি। ৪৬২ টি একদিনের ম্যাচে সচিন করেছেন ১৮,৪২৬ রান।

আরও পড়ুন - ২০০৭ সালে টি-২০ বিশ্বকাপে খেলতে চেয়েছিলেন সচিন-সৌরভ! কেন খেলতে পারেননি? জানা গেল এতদিন পরে

.