Ind vs Eng: বড় ধাক্কা, চোট পেয়ে চেন্নাই টেস্ট থেকে ছিটকে গেলেন England ওপেনার
চিপকে অনুশীলনের জন্য ড্রেসিংরুম থেকে মাঠে যাওয়ার সময় মার্বেলের মেঝেতে পা পিছলে পড়ে যান ক্রলি।
![Ind vs Eng: বড় ধাক্কা, চোট পেয়ে চেন্নাই টেস্ট থেকে ছিটকে গেলেন England ওপেনার Ind vs Eng: বড় ধাক্কা, চোট পেয়ে চেন্নাই টেস্ট থেকে ছিটকে গেলেন England ওপেনার](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/02/04/304802-zak.jpg)
নিজস্ব প্রতিবেদন : কোহলিদের বিরুদ্ধে প্রথম টেস্টে নামার আগে বড় ধাক্কা ইংল্যান্ড শিবিরে। চোট পেয়ে চেন্নাইয়ে দুটি টেস্টেই খেলতে পারবেন না দলের নির্ভরযোগ্য ওপেনার জ্যাক ক্রলি। জানিয়ে দিয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড।
Official Statement: Zak Crawley
— England Cricket (@englandcricket) February 4, 2021
ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয়েছে, ডান হাতের কবজিতে চোট পেয়েছেন ওপেনার জ্যাক ক্রলি। চিপকে অনুশীলনের জন্য ড্রেসিংরুম থেকে মাঠে যাওয়ার সময় মার্বেলের মেঝেতে পা পিছলে পড়ে যান ক্রলি। এরপর স্ক্যান করা হয়। দেখা যায় ক্রলির ডান হাতের কবজিতে চোট রয়েছে। আর তাই চেন্নাইয়ে প্রথম দুটি টেস্টে পাওয়া যাবে না তাঁকে।
আরও পড়ুন- ২২ বলে রানের বন্যা, দশ ওভারের ক্রিকেটে Chris Gayle যেন ঘূর্ণিঝড়ের আরেক নাম
জ্যাক ক্রলির এটাই প্রথম ভারত সফর। ১০টি টেস্ট খেলেছেন ইংল্যান্ডের ২৩বছর বয়সী এই ডানহাতি ব্যাটসম্যান। ১০টি টেস্টে করেছেন ৬১৬রান। রয়েছে একটি সেঞ্চুরি এবং তিনটি হাফ সেঞ্চুরি। সর্বোচ্চ রান ২৬৭, পাকিস্তানের বিরুদ্ধে।
আরও পড়ুন- Kevin Pietersen বলেছিলেন 'ভালবাসার দেশ ভারত', PM Modi-র উত্তর হৃদয় জিতল