Sania Mirza: কেরিয়ারের ৪৩তম ডব্লিউটিএ ডাবলস খেতাব সানিয়া মির্জার

 চলতি বছর ওস্ট্রাভা ওপেনই সানিয়ার প্রথম খেতাব। 

Updated By: Sep 26, 2021, 09:11 PM IST
Sania Mirza: কেরিয়ারের ৪৩তম ডব্লিউটিএ ডাবলস খেতাব সানিয়া মির্জার

নিজস্ব প্রতিবেদন: ভারতের টেনিস সুপারস্টার সানিয়া মির্জা (Sania Mirza) কেরিয়ারের ৪৩তম ডব্লিউটিএ (WTA) ডাবলস খেতাব জিতলেন রবিবার। এদিন চেক প্রজাতন্ত্রে চিনা পার্টনার ঝাং শুয়াইয়ের সঙ্গে জুটি বেঁধে ওস্ট্রাভা ওপেন (Ostrava Open 2021) চ্যাম্পিয়ন হলেন সানিয়া। 

আরও পড়ুন: Virat Kohli: প্রথম ভারতীয় হিসাবে ১০ হাজার টি-২০ রানের মালিক কিং কোহলি

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sania Mirza (@mirzasaniar)

এদিন ফাইনালে মার্কিন যুক্তরাষ্টের কাইটলিন ক্রিস্টিয়ান ও নিউজিল্যান্ডের এরিন রুটলিফের মুখোমুখি হয়েছিলেন সানিয়া-ঝাং। ইভেন্টের দ্বিতীয় বাছাই ইন্দো-চিনা জুটি ৬-৩, ৬-২ ব্যবধানে ম্যাচ জিতেছেন এদিন। বিগত ২০ মাসে সানিয়ার এটি প্রথম ডব্লিউটিএ খেতাব। এর আগে গতবছর জানুয়ারি মাসে সানিয়া হোবার্ট ইন্টারন্যাশনাল জিতেছিলেন। চলতি বছর ওস্ট্রাভা ওপেনই সানিয়ার প্রথম খেতাব। সানিয়া ট্রফি হাতে ইনস্টাগ্রামে ছবিও শেয়ার করেছেন।

টোকিওতে চতুর্থবারের জন্য অলিম্পিকে নেমেছিলেন সানিয়া। সেখানে তাঁর পার্টনার ছিল অঙ্কিতা রায়না। প্রথম রাউন্ডেই ছিটকে যান তাঁরা। সাইনি উইলসনের পর ভারতের দ্বিতীয় মহিলা অ্যাথলিট হিসেবে চতুর্থ অলিম্পিক্স খেলেন সানিয়া। অলিম্পিক্সের আগে চলতি বছর সানিয়া উইম্বলডন খেলতে নেমেছিলেন। পুত্রসন্তানের জন্মের পর এই প্রথম উইম্বলডনের মত বড় আসরে নেমেছিলেন ৬ বারের গ্র্যান্ডস্ল্যাম জয়ী। কিন্তু সেখানেও ভাল ফল করতে পারেননি টেনিসের গ্ল্যামগার্ল। মহিলা ডাবলসে মার্কিন সঙ্গী বেথানি ম্যাটেক-স্যান্ডসকে নিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠে হেরে যান সানিয়া। এরপর মিক্সড ডাবলসে রোহন বোপান্নার সঙ্গে শেষ ষোলোয় তাঁর অভিযান শেষ হয়। অবশেষে সানিয়া ওস্ট্রাভা ওপেনের হাত ধরে ট্রফির মুখ দেখলেন। বলা ভাল তাঁর ফ্যানেদের মুখে হাসি ফোটালেন তিনি। সানিয়ার থেকে বরাবরই প্রত্যাশা বেশি থাকে তাঁর অনুরাগীদের।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.