কনফেড কাপের প্রথম ম্যাচে পর্তুগালের সামনে মেক্সিকো

রবিবার কনফেড কাপের অভিযান শুরু করছে পর্তুগাল। প্রথম ম্যাচে ইউরো চ্যাম্পিয়নদের সামনে মেক্সিকো। মেগা ম্যাচে সবার নজর ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দিকে। সুপার সানডেতে কনফেডারেশন কাপের অভিযান শুরু করছে ইউরোপ চ্যাম্পিয়ন পর্তুগাল। কাজান এরিনায় রোনাল্ডোদের প্রতিপক্ষ ২০১৫-র কনকাকাফ চ্যাম্পিয়ন মেক্সিকো।

Updated By: Jun 17, 2017, 10:46 PM IST
কনফেড কাপের প্রথম ম্যাচে পর্তুগালের সামনে মেক্সিকো

ওয়েব ডেস্ক : রবিবার কনফেড কাপের অভিযান শুরু করছে পর্তুগাল। প্রথম ম্যাচে ইউরো চ্যাম্পিয়নদের সামনে মেক্সিকো। মেগা ম্যাচে সবার নজর ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দিকে। সুপার সানডেতে কনফেডারেশন কাপের অভিযান শুরু করছে ইউরোপ চ্যাম্পিয়ন পর্তুগাল। কাজান এরিনায় রোনাল্ডোদের প্রতিপক্ষ ২০১৫-র কনকাকাফ চ্যাম্পিয়ন মেক্সিকো।

আরও পড়ুন- রিয়াল মাদ্রিদ ছাড়ার হুমকি দিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

প্যারিসে ইউরো কাপ জেতার পর আবার কোনও বড় মঞ্চে মাঠে নামছে ফার্নান্ডো স্যান্টোসের দল। রবিবার মেগা ম্যাচে সবার চোখ পর্তুগাল অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দিকে। ক্লাব আর জাতীয় দলের হয়ে স্বপ্নের ফর্মে থেকে কনফেডারেশন কাপে নামছেন সিআরসেভেন। কয়েকদিন আগেই রিয়ালকে ইউরোপ সেরা করেছেন। বিশ্বকাপের আগে এবার দেশকে ফের একবার ট্রফি জেতানোর সুযোগ ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সামনে। দলের সবাই ফিট। তাই মনে করা হচ্ছে চার-তিন-তিন ছকে দল সাজাতে পারেন স্যান্টোস। ইউরো চ্যাম্পিয়ন হওয়ার পর নটার মধ্যে ছটাতেই জিতেছে পর্তুগাল। তবে শক্তিশালী দলগুলোর বিরুদ্ধে বেশ বেগ পেতে হয়েছে রোনাল্ডোদের। তাই সামনে শক্তিশালী পর্তুগাল থাকলেও দমছে না মেক্সিকো। শেষ কয়েকমাসে দুরন্ত ফর্মে রয়েছে তারা। তেরোটার মধ্যে নটাতেই জিতেছে ডস স্যান্টোস-রা। কোমরের চোটের কারণে রোনাল্ডোদের বিরুদ্ধে অনিশ্চিত মেক্সিকো অধিনায়ক রাফায়েল মার্কোয়েজ। জিমিনেজ,হেক্টর হেরেরার মত ফুটবলার-রা কিন্তু পর্তুগিজ চ্যালেঞ্জের জন্য তৈরি ।

.