COVID-19: মাতৃহারা দেশের আরেক ক্রিকেটার, আবেগ ধরে রাখতে পারলেন না Priya Punia
এ মৃত্যুমিছিল যেন শেষ হওয়ার নয়!
নিজস্ব প্রতিনিধি: মাত্র ১৪ দিনের মধ্যে নিজের মা ও বোনকে হারিয়েছেন বেদা কৃষ্ণমূর্তি (Veda Krishnamurthy)। এবার ফের এক ভারতীয় মহিলা দলের ক্রিকেটারের মাতৃহারা হলেন। বেদার মতোই প্রিয়া পুনিয়ার (Priya Punia) মা করোনাক্রান্ত (COVID-19) হয়ে প্রয়াত হলেন। মঙ্গলবার প্রিয়া তাঁর মা-বাবার সঙ্গে একাধিক ছবি ইনস্টাগ্রামে পোস্ট করলেন।
দেশের হয়ে ৭টি ওয়ানডে ও ৩টি টি-২০ খেলা প্রিয়া শোকস্তব্ধ! তিনি লিখলেন, “মা, আজ আমি বুঝতে পারছি, কেন তুমি আমাকে শক্ত হতে বলেছিলে, কারণ তুমি জানতে একদিন তোমাকে হারানোর ধাক্কাটা সহ্য করার মতো আমার যেন শক্তি থাকে। আমি তোমাকে মিস করছি মা। আমি জানি তুমি সবসময় আমার সঙ্গে আছ। তুমিই সেই পথ দেখানো তারা, মা আমার ভালবাসা তোমার সঙ্গে থাকবে। জীবনে কিছু সত্যি মেনে নিতে বড় কষ্ট হয়। তোমার স্মৃতি কখনও ভোলার নয়। শান্তিতে বিশ্রাম নিও মা।”
আরও পড়ুন:'মহিলাদের ক্রিকেটে প্রচুর রাজনীতি, তুলনায় পুরুষ দল অনেক বেশি স্বচ্ছ'
মাতৃহারা পুনিয়া এই পরিস্থিতিতেও মানুষকে সচেতন থাকার বার্তা দিয়েছেন। তিনি লিখেছেন, "দয়া করে নিয়ম মেনে চলুন এবং যথাযথ সাবধানতা অবলম্বন করুন। এই ভাইরাস ভয়ঙ্কর। মাস্ক পরুন, সামাজিক দূরত্ব বজায় রেখে নিরাপদে আর শক্তিশালী থাকুন।"