বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জয়ের পর এবার সিন্ধুর ফোকাসে অলিম্পিক
সোনার পদক জিতে তা বর্ননা করার ভাষা হারিয়ে ফেলেছিলেন তিনি।
নিজস্ব প্রতিবেদন: ২০১৭ এবং ২০১৮ সাল। শেষ দু বছর বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে রুপো জিতেই সন্তুষ্ট থাকতে হয়েছিল ভারতীয় শাটলার পিভি সিন্ধুকে। রবিবার সেই আক্ষেপ দূর হয়েছে তাঁর। সামনের বছর টোকিওতে অলিম্পিকের আসর বসছে। এবার অলিম্পিকে সোনা জিতে দেশকে গর্বিত করতে চান হায়দরাবাদী শাটলার।
ফাইনালে চোকার্স তকমা সরিয়ে এবার চ্যাম্পিয়ন সিন্ধু। জাপানের নাজোমি ওকুহারাকে ২১-৭, ২১-৭ গেমে হারিয়ে বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে সোনার পদক জিতে নেন পিভি সিন্ধু। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পরেই এবার সিন্ধুর ফোকাসে টোকিও অলিম্পিক। সিন্ধু জানান, "ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ জিতে আমি ভীষণ খুশি। আমার জীবনের সেরা মুহূর্ত এটা। একটা স্পেশাল মোমেন্ট। এবং এবার আমার লক্ষ্য টোকিও অলিম্পিক ২০২০। এবং ধাপে ধাপে এগোতে চাই।" অলিম্পিকে সোনা জিতে দেশকে গর্বিত করতে চান তিনি।
I could not hold back my tears when I saw the Indian flag and heard the National anthem playing. Words can’t express my feelings about yesterday's win at the World Championship. Had been preparing for it for so… https://t.co/5UsuN4kWT0
— Pvsindhu (@Pvsindhu1) August 26, 2019
রবিবার বাসেলে বিশ্ব চ্যাম্পিয়ন জিতে সোনার পদক নিয়ে পোডিয়ামে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত আর তেরঙ্গা দেখে চোখের জল আটকাতে পারেননি বলেও জানিয়েছেন সিন্ধু। সোনার পদক জিতে তা বর্ননা করার ভাষা হারিয়ে ফেলেছিলেন তিনি। টুইটে নিজেই জানিয়েছেন সিন্ধু।
আরও পড়ুন - মায়ের জন্মদিনে বিশ্ব চ্যাম্পিয়ন খেতাব জয়; মা'কে পদক উত্সর্গ করলেন সোনার মেয়ে সিন্ধু