French Open 2022: 'লাল সুরকির রাজা'-র Djoker-বধ, ২২-র পথে আরও এক পা Nadal-র
কোভিড ১৯ প্রতিষেধক টিকা নিতে অস্বিকার করায় Australian Open খেলতে দেওয়া হয়নি Djokovic-কে। সেই গ্র্যান্ড স্লাম জিতেই নিজের মোট গ্র্যান্ড স্লামের সংখ্যা ২১-এ নিয়ে গেছেন Rafael Nadal যেখানে জকোভিচের নামে এখনও রয়েছে ২০টি স্লাম।
নিজস্ব প্রতিবেদন: রাফায়েল নাদালের (Rafael Nadal) রাজত্বের অবসানের আলোচনার মাঝেই আবার 'জোকার'-বধ। ক্লে কোর্টের রাজা নাদাল তাঁর অন্যতম প্রতিদ্বন্দ্বী নোভাক জোকোভিচকে (Novak Djokovic) চার সেটের এই ম্যাচে ৬-২, ৪-৬, ৬-২, ৭-৬(৪) হারিয়ে আরেক ধাপ এগিয়ে গেলেন নিজের ২২তম গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জয়ের পথে। ১৩ বারের ফরাসি ওপেন চ্যাম্পিয়ন নাদাল, গত বছর এখানেই সেমিফাইনালে বিশ্বের এক নম্বর জকোভিচের কাছে পরাজিত হন।
আগের রাউন্ডেই ফেলিক্স অগার আলিয়াসিমের (Felix Auger Aliassime) বিরুদ্ধে পাঁচ সেটের থ্রিলার জিতেছেন নাদাল। ২০০৫ সালের পর থেকে ফরাসি ওপেনে মাত্র তিনবার হেরেছেন নাদাল। ফিলিপ শতিয়ের (Philippe Chatrier) কোর্ট প্রতিটি ইঞ্চি চেনেন তিনি এবং তারই ফল ভুগলেন জকোভিচ এমনটাই ধারণা অনেকের।
কোভিড ১৯ প্রতিষেধক টিকা নিতে অস্বিকার করায় অস্ট্রেলিয়ান অপেনে খেলতে দেওয়া হয়নি জকোভিচকে। সেই গ্র্যান্ড স্লাম জিতেই নিজের মোট গ্র্যান্ড স্লামের সংখ্যা ২১-এ নিয়ে গেছেন নাদাল যেখানে জকোভিচের নামে এখনও রয়েছে ২০টি স্লাম।
নাদালের উত্তরসূরি বলে মনে করা হচ্ছে স্পেনের কার্লোস আলকারাজকে। একই দিনে ফরাসি ওপেন থেকে বিদায় নিলেন তিনি। অন্যদিকে গতবারের চ্যাম্পিয়ন জকোভিচকে শুরু থেকেই চাপের মুখে ফেলেন ক্লে কোর্টের রাজা। ৮৮ মিনিটে দ্বিতীয় সেটে ফিরে এলেও চার সেটের লড়াইয়ে নাদালের সামনে দাঁড়াতে পারেননি তিনি। আগামী রবিবার আলেকজান্ডার জেরেভের (Alexander Zverev) মুখোমুখি হবেন নাদাল।
Check out the best moments of @RafaelNadal 's thrilling four-set win over No.1 Novak Djokovic with Highlights by @emirates#RolandGarros | #EmiratesFlyBetterMoments pic.twitter.com/3F2oFCSD00
— Roland-Garros (@rolandgarros) June 1, 2022
প্রথম সেটটি মাত্র ১০ মিনিটে জিতে নিয়ে শুরুতেই খেলার মুড সেট করে দেন নাদাল। নাদাল ফোরহ্যান্ড উইনার মেরে প্রথম সেট দখল করার আগেই নয়টি আনফোর্সড এরর করেন জকোভিচ। দ্বিতীয় সেট জেতার আগে শুরুতেই ৩-০ পিছিয়ে পড়েন জকভিচ। যদিও নাদালের একটি ভুল ড্রপ শট তাঁকে খেলায় ফিরিয়ে আনে।
আরও পড়ুন: Singer KK Dies: কেকে-এর প্রয়াণে শোকস্তব্ধ ক্রিকেট দুনিয়া
তৃতীয় সেটেও প্রথম সেটের মতোই আগুনে মেজাজে শুরু করেন নাদাল। সহজেই ৪-১ লিড নিয়ে নেন তিনি। এর পরেই জকোভিচের আরেকটি আনফোর্সড এরর তৃতীয় সেটটি তুলে দেয় নাদালের হাতে।
চতুর্থ সেটে ৩-০ এগিয়ে শুরু করলেও সেটটি টাইব্রেকারে নিয়ে যাওয়ার আগে জকোভিচের সার্ভিস ব্রেক করেন নাদাল। টাইব্রেকারে জকোভিচকে দাঁড়ানোর সুযোগ দেননি নাদাল।