এবার ওয়ানডে ক্যাপ্টেনসিও ছাড়তে পারেন Virat Kohli! জানিয়ে দিলেন Ravi Shastri
পঞ্চাশ ওভারের ক্রিকেটেও ক্যাপ্টেনসি ছাড়তে পারেন কোহলি। এমনটাই ইঙ্গিত দিলেন শাস্ত্রী।
![এবার ওয়ানডে ক্যাপ্টেনসিও ছাড়তে পারেন Virat Kohli! জানিয়ে দিলেন Ravi Shastri এবার ওয়ানডে ক্যাপ্টেনসিও ছাড়তে পারেন Virat Kohli! জানিয়ে দিলেন Ravi Shastri](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/11/12/353947-ravishastri.jpg)
নিজস্ব প্রতিবেদন: টি-২০ বিশ্বকাপে নামিবিয়ার বিরুদ্ধে নিয়মরক্ষার ম্যাচে শেষ হওয়ার সঙ্গেই, ভারতীয় দলের দায়িত্বও শেষ হয়ে গিয়েছে রবি শাস্ত্রীর (Ravi Shastri)। ভারতীয় দলের সঙ্গে কোচ হিসাবে পাঁচ বছরের সম্পর্ক ছেদ হয়েছে শাস্ত্রীর। এখন তিন প্রাক্তন ভারতীয় কোচ। শাস্ত্রীর বিদায়ের সঙ্গেই ভারতীয় দলের টি-২০ অধিনায়ক হিসাবে শেষ হয়েছে বিরাট কোহলির (Virat Kohli) অধ্য়ায়। ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণে দেশের জার্সিতে ৫০ নম্বর ম্যাচে দেশকে নেতৃত্ব দেওয়ার নজির গড়ার রাতেই ক্যাপ্টেন হিসাবে আলবিদা বলেছেন কোহলি।
দেশের হয়ে শুধু টি-২০ নয়, পঞ্চাশ ওভারের ক্রিকেটেও ক্যাপ্টেনসি ছাড়তে পারেন কোহলি। এমনটাই ইঙ্গিত দিলেন শাস্ত্রী। ইন্ডিয়া টুডে-কে তিনি বলেন, " কোহলির নেতৃত্বে লাল বলের ক্রিকেটে ভারত শেষ পাঁচ বছর বিশ্বের এক নম্বর টিম। কোহলি যদি একান্তই মানসিক ভাবে ক্লান্ত হয়ে না পড়ে বা ব্যাটিংয়েই ফোকস করতে চায়, তাহলে ও অধিনায়কত্ব এখনই ছাড়বে বলে মনে হয় না। তবে ওয়ানডে ফর্ম্যাটে ও ক্যাপ্টেনসি ছাড়তে পারে। শুধুমাত্র টেস্ট ক্যাপ্টেনসিতেই ওর ফোকাস থাকবে। ওর মন আর শরীর সেই সিদ্ধান্ত নেবে।" শাস্ত্রী আরও জানিয়েছেন যে, কোহলিই প্রথম নন, অতীতে বহু ক্রিকেটার ব্যাটিংয়ে ফোকাস করার জন্য ক্যাপ্টেনসি ছেড়েছেন।
আরও পড়ুন: PCB: বিজয় হাজারে ও সুনীল গাভাসকরকে আন্তর্জাতিক টি-২০ খেলাল পিসিবি!
টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্ব মিটতেই ক্রিকেটের সবচেয়ে ছোট ফরম্যাটের পূর্ণ দায়িত্ব পেয়েছেন রোহিত শর্মা (Rohit Sharma)। নিউজিল্যান্ডের (New Zealand) বিরুদ্ধে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি খেলবে ভারত (Team India)। এর আগে অধিনায়ক হিসেবে 'হিটম্যান'এর নাম ঘোষণা করে দিয়েছে বিসিসিআই (BCCI)।কোহলির পরবর্তী যুগে যে, রোহিতের হাতেই টি-টোয়েন্টি দলের ব্যাটন থাকবে সেটা আগে থেকেই জানা ছিল। ফলে এই ঘোষণা প্রত্যাশিত। অনেকেই মনে করছেন যে, এবার রোহিত ওয়ানডে দলেরও ক্যাপ্টেন হবেন শীঘ্রই। শুধু নাকি সময়ের অপেক্ষা!
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)