চুক্তি নবীকরণ নয়! টিম ইন্ডিয়ার কোচ হতে নতুন করে আবেদন করতে হবে রবি শাস্ত্রীকে
বিশ্বকাপের পর ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য শাস্ত্রীদের সঙ্গে ৪৫ দিনের চুক্তি বাড়ায় বিসিসিআই।
নিজস্ব প্রতিবেদন: বিশ্বকাপের সেমি-ফাইনাল থেকে ছিটকে যাওয়ার জের। সরাসরি চুক্তি নবীকরণ হচ্ছে না ভারতীয় কোচ রবি শাস্ত্রীর। টিম ইন্ডিয়ার কোচ হতে হলে ফের নতুন করে আবেদন করতে হবে শাস্ত্রীকে। এমনকী সাপোর্ট স্টাফদের জন্য শীঘ্রই নতুন করে বিজ্ঞাপণ দিতে চলেছে বোর্ড।
বিশ্বকাপের পর ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য শাস্ত্রীদের সঙ্গে ৪৫ দিনের চুক্তি বাড়ায় বিসিসিআই। সেটা শেষ হলে টিম ইন্ডিয়ার কোচ হতে হলে নতুন করে আবেদন করতে হবে শাস্ত্রীকে। শাস্ত্রীর কোচিংয়ে কোনও আইসিসি ট্রফি জেতেনি ভারতীয় ক্রিকেট দল। এশিয়া কাপ আর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জিতেছে টিম ইন্ডিয়া। নতুন আবেদনে সেটা উল্লেখ করার সুযোগ থাকছে রবি শাস্ত্রীর সামনে।
আরও পড়ুন - অবসর না নিলে, দল থেকে বাদ পড়তে পারেন ধোনি! খবর BCCI সূত্রে
চিফ কোচের মতোই সাপোর্ট স্টাফদের ক্ষেত্রে নতুন করে আবেদন করতে হবে- ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গার, বোলিং কোচ ভরত অরুণ আর ফিল্ডিং কোচ আর শ্রীধরকে। নতুন ফিজিও আর ট্রেনার পেতে চলেছে ভারতীয় দল। চুক্তি শেষ হওয়ায় বিশ্বকাপের পরই সরে দাঁড়িয়েছেন শঙ্কর বাসু আর প্যাট্রিক ফারহার্ট। এমনকী টিম ম্যানেজারের জন্যও বিসিসিআই-এর ওয়েবসাইটে বিজ্ঞাপন দিতে চলেছে বোর্ড।