মিলানকে হারিয়ে বার্নাব্যু ট্রফি জিতল রিয়াল মাদ্রিদ
এই নিয়ে ২৮ বার এই খেতাব জিতল রিয়াল মাদ্রিদ।
নিজস্ব প্রতিবেদন : ইতালির ক্লাব এসি মিলানকে হারিয়ে স্যান্তিয়াগো বার্নাব্যু ট্রফি জিতে নিল রিয়াল মাদ্রিদ। শনিবার রাতে প্রীতি ম্যাচে ৩-১ গোলে জয় পেল হুয়েন লোপেতেগুইয়ের দল।
FT: @RealMadrid 3-1 @acmilan (@Benzema 2', @GarethBale11 45'+1', @Mayoral_Borja 90'+1'; Higuaín 4').#Emirates | #HalaMadrid pic.twitter.com/SnxURDgscU
— Real Madrid C.F. (@realmadriden) August 11, 2018
ম্যাচের দ্বিতীয় মিনিটেই এগিয়ে যায় রিয়াল। দানি কারভাহালের ক্রসে হেডে গোল করেন ফরাসি স্ট্রাইকার করিম বেঞ্জেমা।
What a start we had this evening! This is how @Benzema opened the scoring in the Trofeo Santiago Bernabéu! #HalaMadrid pic.twitter.com/6v48tH5YWc
— Real Madrid C.F. (@realmadriden) August 11, 2018
দু মিনিট পরেই গোল শোধ করে দেয় মিলান। বক্সের বাইরে থেকে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন কয়েকদিন আগে জুভেন্তাস থেকে লোনে এক বছরের জন্য মিলানে যোগ দেওয়া আর্জেন্টাইন তারকা গঞ্জালো হিগুয়াইন। বিরতির ঠিক আগে বেলের গোলে ফের এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ।
He's scored again! @GarethBale11 netted from close range to restore our lead just before the break! #HalaMadrid pic.twitter.com/NLKh4YG429
— Real Madrid C.F. (@realmadriden) August 11, 2018
এই নিয়ে টানা তিন ম্যাচে গোলের দেখা পেলেন রিয়ালের ওয়েলস স্ট্রাইকার। মরশুমের শুরু থেকে দুরন্ত ফর্মে রয়েছেন গ্যারেথ বেল। গত সপ্তাহে প্রাক-মরশুম টুর্নামেন্ট ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপে নিজেদের শেষ দুই ম্যাচে দুটি গোল করার পাশাপাশি একটি গোল করিয়েছিলেন বেল।
আরও পড়ুন - মহেন্দ্র সিং ধোনি হয়ে গেলেন মহেন্দ্র সিং বাহুবলী
দ্বিতীয়ার্ধে গোল শোধের চেষ্টা চালায় মিলান ফুটবলাররা। কিন্তু সমতা ফেরাতে ব্যর্থ হন তাঁরা। উল্টে ম্যাচ শেষ হওয়ার আগে দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমে রিয়ালের জয় নিশ্চিত করেন স্প্যানিশ ফরোয়ার্ড মায়োরাল।
@Mayoral_Borja sealed the win late on with a clinical rebound effort! #HalaMadrid pic.twitter.com/BcfMWoGUrj
— Real Madrid C.F. (@realmadriden) August 11, 2018
রিয়াল মাদ্রিদের প্রাক্তন সভাপতি স্যান্তিয়াগো বার্নাব্যুর নামানুসারে মরশুমের শুরুর দিকে এই ম্যাচ হয়ে থাকে। এই নিয়ে ২৮ বার এই খেতাব জিতল রিয়াল মাদ্রিদ। গতবার ইতালির ফিওরেন্তিনাকে হারিয়ে ট্রফি জিতেছিল রিয়াল মাদ্রিদ।