Karim Benzema | Ballon d'Or: ব্যালন ডি'অরের মুকুট 'কিং করিম'-এর মাথায়
সাদা জার্সিতে ফুল ফুটিয়েছেন বেনজেমা। ৪৬ ম্যাচে তাঁর পা থেকে এসেছে ৪৪ গোল। ১০টি গোল করাতে রেখেছেন নিজের অবদান। ৩৪ বছরের ফুটবলার লা-লিগায় করেছেন ২৭টি গোল। চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ গোলদাতা হন ১৫ বার বল তে-কাঠিতে পাঠিয়ে। এর মধ্যে প্যারিস সাঁ জাঁ ও চেলসির বিরুদ্ধে আছে হ্যাটট্রিক।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দেখতে গেলে ফ্রান্সের রাজধানী প্যারিস, কার্যত প্রস্তুতই ছিল ঘরের ছেলের মাথায় মুকুট তুলে দেওয়ার জন্য। সোমবার প্যারিসের থিয়েটার ডু স্যাটেলেট প্রহর গুনছিল কখন আসবে সেই মাহেন্দ্রক্ষণ। প্রত্যাশিত ভাবেই ২০২২ সালের ব্যালন ডি'অর (Ballon d'Or) জিতলেন রিয়াল মাদ্রিদের (Real Madrid) ফরাসি মহাতারকা করিম বেনজেমা (Karim Benzema)। ২০২১-২২ মরসুমে রিয়ালকে চ্যাম্পিয়ন্স লিগ (Champions League), লা লিগা (La Liga) ও স্প্যানিশ সুপার কাপ ( Spanish Super Cup) জেতানোর নেপথ্যের কারিগর ছিলেন বেনজেমা।
আরও পড়ুন, Mohammed Shami, ICC T20 World Cup 2022: বুমরার অভাব পূরণ করতে পারবেন শামি? জবাব দিলেন সচিন তেন্ডুলকর
সাদা জার্সিতে ফুল ফুটিয়েছেন বেনজেমা। ৪৬ ম্যাচে তাঁর পা থেকে এসেছে ৪৪ গোল। ১০টি গোল করাতে রেখেছেন নিজের অবদান। ৩৪ বছরের ফুটবলার লা-লিগায় করেছেন ২৭টি গোল। চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ গোলদাতা হন ১৫ বার বল তে-কাঠিতে পাঠিয়ে। এর মধ্যে প্যারিস সাঁ জাঁ ও চেলসির বিরুদ্ধে আছে হ্যাটট্রিক।
এদিন বায়ার্ন মিউনিখের সাদিও মানে ও ম্যাঞ্চেস্টার সিটির কেভিন ডি ব্রুইনদের, পিছনে ফেলে বেনজেমা জিতেছেন ম্যাগাজিন ফ্রান্স ফুটবলের এই ঐতিহ্যবাহী ট্রফি। ট্রফি হাতে নিয়ে বেনজেমা বলেন, 'ছোট থেকে স্বপ্ন দেখতাম, একদিন এই পুরস্কার পাব। সত্যি আজ গর্বিত ব্যালন ডি'আর হাতে ধরে। আমার জীবনে দুই রোল মডেল-জিজু (জিনেদিন জিদান) ও ব্রাজিলের রোনাল্ডো। আমি কখনও হাল ছাড়িনি। মাথার মধ্যে এটা রেখে দিয়েছিলাম যে, এই পুরস্কার পেতেই হবে। যে কোনও কিছু সম্ভব। একটা সময় ছিল, যখন আমি জাতীয় দলের হয়ে খেলছিলাম না, ওই সময়টা অত্যন্ত কঠিন ছিল আমার জন্য। কিন্তু আমি হাল ছাড়িনি। ওই কঠিন সময় আমাকে মানসিক ভাবে আরও শক্তিশালী করে তুলেছিল। নিজের কাজ নিয়ে আমি সত্যিই খুশি আজ'।
আরও পড়ুন, Karim Benzema, Ballon D'Or 2022: ব্যালন ডি’অর ও করিম বেঞ্জেমার মাঝে রয়েছেন কোন দুই ফুটবলার? জেনে নিন
২০১৮ সালে রিয়ালের ফুটবলার হিসাবে শেষবার ব্যালন ডি'অর জিতেছিলেন লুকা মদরিচ। ১৯৯৮ সালে ব্যালন ডি'অর জেতেন জিদান। তারপর এই প্রথম ফ্রান্সের কেউ এই পুরস্কার জিতল। জিদানই এদিন বেনজেমার হাতে এই পুরস্কার তুলে দেন। বেনজেমা আরও বলেন, ' আমি রিয়াল মাদ্রিদের সকল সতীর্থদের ধন্যবাদ জানাই। আমাদের প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজকে বিশেষ ধন্যবাদ। উনি আমার কাছে পরিবারের মতো। এছাড়াও লিয়ঁ অ্যাকাডেমি ও প্রেসিডেন্ট জিন মিশেলকেও ধন্যবাদ। ওঁর জন্যই রিয়ালে খেলার স্বপ্নপূরণ হয়।' ২০১৯ ০ ২০২১ সালে ব্যালন ডি'অর জেতেন লিও মেসি। ২০২০ সালে কোভিডের জন্য এই অনুষ্ঠান হয়নি।