ODI: বাঁচাতে হবে পঞ্চাশ ওভারের ফরম্যাটকে, একাধিক পরামর্শ অজি ক্রিকেটারেদর
ওয়ানডে ক্রিকেটকে বাঁচিয়ে রাখতে হবে। টি-২০ ক্রিকেটের এই জনপ্রিয়তার মধ্যেও ৫০ ওভারের ক্রিকেটকে টিকিয়ে রাখার পরামর্শ দিলেন অজি ক্রিকেটাররা।
![ODI: বাঁচাতে হবে পঞ্চাশ ওভারের ফরম্যাটকে, একাধিক পরামর্শ অজি ক্রিকেটারেদর ODI: বাঁচাতে হবে পঞ্চাশ ওভারের ফরম্যাটকে, একাধিক পরামর্শ অজি ক্রিকেটারেদর](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2022/10/11/392463-odi.png)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকস ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর থেকেই, বিশ্বক্রিকেটে একটা বিষয় নিয়ে জোর আলোচনা চলছে। কী সেই আলোচনা? এবার ওয়ানডে ক্রিকেটের পাট চুকিয়ে দেওয়া হোক। টেস্ট এবং টি-২০ ফরম্যাটই থাকুক। মানে ৫০ ওভারের ক্রিকেটের অবলুপ্তির সময় এসেছে। কিংবদন্তি ওয়াসিম আক্রমও ওয়ানডে ক্রিকেটের বিপক্ষেই রায় দিয়েছেন। যদিও আইসিসি (ICC) জানিয়ে দিয়েছে যে তারা তিন ফরম্যাটের ক্রিকেটকেই সমান ভাবে এগিয়ে নিয়ে যাবেন। আগামী বছর ভারতে ৫০ ওভারের বিশ্বকাপ হবে। তার আগে অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা একাধিক পরামর্শ দিলেন পঞ্চাশ ওভারের ফরম্যাটকে বাঁচানোর। কুড়ি ওভারের ক্রিকেটের বিশ্বব্যাপী জনপ্রিয়তা যে ভাবে বাড়ছে, তাতে করে অনেকেরই আশঙ্কা যে, আগামী দিনে পঞ্চাশ ওভারের ক্রিকেট হয়তো অবলুপ্তির পথে চলে যাবে।
পড়ুন, বাঙালির প্রাণের উৎসবে আমার 'e' উৎসব। Zee ২৪ ঘণ্টা ডিজিটাল শারদসংখ্যা
অজি ব্যাটার উসমান খোয়াজা বলছেন, '৫০ ওভারের ক্রিকেট একটু বেশিই লম্বা। মাঝের অংশটুকু বাদ দিলে ২৫ ওভার থাকে। তখন মনে হবে আর ১৫ ওভার আছে। চলো আবার খেলা যাক। এই লম্বা খেলাটাই আমার ওয়ানডে ক্রিকেটে একমাত্র আপত্তির জায়গা। ' অজি লেগ স্পিনার উসমান খোয়াজা বলছেন, 'কিছু ওভার বাদ দিয়ে, কিছু একটা করতে হবে। বোনাস বা এক্সট্রা হিট হলে বিষয়টি আরও বেশি আকর্ষণীয় হবে।' অস্ট্রেলিয়ার বাঁ-হাতি স্পিনার অ্যাশটন আগার বলছেন, 'অনেক কিছু করার জন্য অনেক সময় থেকে যাচ্ছে। ১০ ওভার বল করার জন্য দারুণ সময়। ৫০ ওভার ব্যাট করার জন্য ভাল। প্রথম দিকে উইকেট পড়ে গেলে, নীচের দিকের ব্যাটাররা কিছুটা সময় পেয়ে যায় ব্যাট করার জন্য়। অজি স্পিনার ন্যাথান লিয়ঁ বলেন, 'আমার মনে হয় এত লম্বা সময় ধরে ক্রিকেট দেখতে মানুষ ক্লান্ত হয়ে পড়ে। কারণটাই হচ্ছে টি-২০ ক্রিকেট। ওয়ানডে ক্রিকেট যদিও আমি পছন্দ করি।' অজি উইকেটকিপার অ্যালেক্স ক্যারি বলছেন,'ওয়ানডে ক্রিকেটে অনেক জায়গা রয়েছে।' এখন দেখার আইসিসি ওয়ানডে ক্রিকেটে কিছু পরিবর্তন আনে কিনা!