কনকাশন সাব নিয়ে তৈরি বিতর্ককে পাত্তাই দিচ্ছেন না গাভাসকর
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিং করার সময় শেষ ওভারে মিচেল স্টার্কের বলে মাথায় আঘাত পান রবীন্দ্র জাদেজা। এরপর আর ফিল্ডিং করতে নামেননি বাঁ-হাতি অলরাউন্ডার। কনকাশন সাব হিসাবে জাদেজার পরিবর্তে খেলেন যুজবেন্দ্র চাহাল।
নিজস্ব প্রতিনিধি: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে ভারতের জয় নিয়ে অযথা বিতর্ক তৈরি করছেন অজি কোচ-ক্রিকেটাররা। কনকাশন সাব নিয়েই যাবতীয় বিতর্কের সূত্রপাত। সমালোচকদের সেই বিতর্ককে কোনও আমলই দিচ্ছেন না ভারতের প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাসকর।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিং করার সময় শেষ ওভারে মিচেল স্টার্কের বলে মাথায় আঘাত পান রবীন্দ্র জাদেজা। এরপর আর ফিল্ডিং করতে নামেননি বাঁ-হাতি অলরাউন্ডার। কনকাশন সাব হিসাবে জাদেজার পরিবর্তে খেলেন যুজবেন্দ্র চাহাল। ক্রিকেটের নিয়ম অনুযায়ী, স্পিনার জাদেজার বদলে চাহালকে খেলার অনুমতি দেন ম্যাচ রেফারি ডেভিড বুন। খেলায় তিন উইকেট নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে ভারতের লেগস্পিনার।
আরও পড়ুন- ভারতীয় শিবিরে বড় ধাক্কা, টি-২০ সিরিজ থেকে ছিটকে গেলেন রবীন্দ্র জাদেজা
ম্যাচ শেষে অস্ট্রেলিয়ার কোচ জাস্টিন ল্যাঙ্গারের ভারতীয় দলের কনকাশন সাব নিয়ে প্রশ্ন তোলেন। এমনকি মাইকেল, টম মুডির মতো প্রাক্তন ক্রিকেটাররাও সোশ্যাল নেটওয়ার্কে এটা নিয়ে প্রশ্ন তোলেন। খেলা শেষ হওয়ার পর ম্যাচ রেফারি ডেভিড বুনের সঙ্গে ঝগড়া করতেও দেখা যায় অজি কোচ জাস্টিন ল্যাঙ্গারকে। সমস্ত বিতর্ককে পিছনে ঠেলে এর কড়া জবাব দেন ভারতের প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাসকার। তিনি বলেন, 'ম্যাচ রেফারি একজন অস্ট্রেলিয়ান। এমনকি তিনি একজন অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার ডেভিড বুন। তিনি যখন জাদেজার বদলি হিসাবে চাহালকে খেলানোর অনুমতি দিয়েছেন তাহলে এত বিতর্ক কেন? জাদেজাও স্পিন করেন, চাহালও স্পিন করেন। ম্যাচ রেফারি যদি অনুমতি দিয়ে থাকেন তাহলে কেন এই বিষয়টা নিয়ে এত কথা উঠছে?'