IPL 2019: খেলার সুযোগ নেই, এবার দেখতেও পাবেন না!
সূত্রের খবর, এবার পাকিস্তানে আইপিএলের সম্প্রচার বন্ধের নির্দেশিকা জারি করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদন : ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় সিআরপিএফ কনভয়ে জঙ্গিহানার পর পাকিস্তান সুপার লিগের সম্প্রচারের দায়িত্ব থেকে সরে দাঁড়ায় আইএমজি-রিলায়েন্স। এমনকী ভারতে পিএসএলের সম্প্রচারের দায়িত্বে থাকা ভারতীয় স্পোর্টস চ্যানেল ডি স্পোর্টসও তা বয়কট করে। সূত্রের খবর, এবার পাকিস্তানে আইপিএলের সম্প্রচার বন্ধের নির্দেশিকা জারি করা হয়েছে।
পুলওয়ামা হামলাকে কেন্দ্র করে এই মুহূর্তে ভারত-পাকিস্তান সম্পর্ক তলানিতে ঠেকেছে। ভারতের বিভিন্ন স্টেডিয়াম থেকে পাক ক্রিকেটারদের ছবি সরিয়ে ফেলা থেকে বিশ্বকাপে পাক ম্যাচ বয়কটেরও ডাক দেশ জুড়ে। এমনকী কয়েকদিন আগেই আইসিসি-র নির্দেশ মেনেই ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে ২২ লক্ষ ডলার ক্ষতিপূরণ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। এদিকে আগামী ২৩মার্চ শুরু হবে আইপিএল সিজন ১২। পাকিস্তানে আইপিএলের কোনও ম্যাচ সম্প্রচার করা যাবে না পাক সরকার এমনই নির্দেশিকা জারি করেছে বলে খবর পাওয়া গিয়েছে।
Television reports are stating that the Government has decided to ban the broadcast of IPL matches in Pakistan #Cricket #IPL2019
— Saj Sadiq (@Saj_PakPassion) March 20, 2019
প্রসঙ্গত প্রথম আইপিএলে পাকিস্তান ক্রিকেটাররা আইপিএলে খেলার সুযোগ পেলেও তারপর থেকে আর আইপিএলে পাক ক্রিকেটারদের ওপর নিষেধাজ্ঞা জারি করে বিসিসিআই।
আরও পড়ুন - IPL 2019 : পুলওয়ামার শহিদ পরিবারদের জন্য বড়সড় সিদ্ধান্ত নিল ধোনির চেন্নাই!