ইরাকের কাছেও আটকে চাপে নেইমাররা
দক্ষিণ আফ্রিকার পর এবার ইরাক। ফের আটকে গেল ব্রাজিল। দেশের মাটিতে অলিম্পিক খেলতে নেমে নেইমাররা এখনও কোনও গোল করতে পারলেন না। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন দেশকে আটকে দিল ফিফা ranking-এ ৮৫ নম্বরে থাকা এশিয়ার দেশ ইরাক। গোলের সুযোগ পেলেও কাজে লাগাতে পারেননি নেইমাররা। কোপা আমেরিকায় গ্রুপ লিগ থেকে ছিটকে যাওয়ার লজ্জার মতই এখনও দেশের মাটিতে অলিম্পিকে গোল করতে না পারাটাও লজ্জার হয়ে থাকছে ব্রাজিলের কাছে।
ওয়েব ডেস্ক: দক্ষিণ আফ্রিকার পর এবার ইরাক। ফের আটকে গেল ব্রাজিল। দেশের মাটিতে অলিম্পিক খেলতে নেমে নেইমাররা এখনও কোনও গোল করতে পারলেন না। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন দেশকে আটকে দিল ফিফা ranking-এ ৮৫ নম্বরে থাকা এশিয়ার দেশ ইরাক। গোলের সুযোগ পেলেও কাজে লাগাতে পারেননি নেইমাররা। কোপা আমেরিকায় গ্রুপ লিগ থেকে ছিটকে যাওয়ার লজ্জার মতই এখনও দেশের মাটিতে অলিম্পিকে গোল করতে না পারাটাও লজ্জার হয়ে থাকছে ব্রাজিলের কাছে।
আরও পড়ুন- অলিম্পিকের সব খবর
গ্রুপ লিগে ব্রাজিলের শেষ ম্যাচ বুধবার ইউরোপের শক্তিশালী দেশ ডেনমার্কের বিরুদ্ধে। সেই ম্যাচে জিততেই হবে নেইমারদের। তা না হলে অলিম্পিকেও গ্রুপ লিগ থেকে বিদায় নিতে হতে পারে নেইমারদের।
এদিকে, ব্রাজিলের মত বিপাকে জার্মানি। বিশ্বচ্যাম্পিয়নরা ৩-৩ গোলে আটকে গেল দক্ষিণ কোরিয়া।