Rohit Sharma: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নেতৃত্বে ফিট রোহিত, বিশ্রামে জসপ্রীত বুমরা!

রোহিত শর্মা প্রস্তুত দলকে নেতৃত্ব দিতে।

Updated By: Jan 26, 2022, 05:42 PM IST
Rohit Sharma: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নেতৃত্বে ফিট রোহিত, বিশ্রামে জসপ্রীত বুমরা!
চোট সারিয়ে ফিট রোহিত শর্মা

নিজস্ব প্রতিবেদন: হ্যামস্ট্রিংয়ের চোট সারিয়ে এখন পুরোপুরি ফিট রোহিত শর্মা (Rohit Sharma)। ফেব্রুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সাদা বলের ক্রিকেটে (West Indies tour of India 2022) দলকে নেতৃত্ব দেবেন 'হিটম্যান'। বুধবার দুপুরে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে (National Cricket Academy) জাতীয় দলের নির্বাচকদের সঙ্গে দেখা করেন রোহিত। এনসিএ-তে বাধ্যতামূলক ফিটনেস টেস্টে পাশ করেই দলে ঢুকছেন রোহিত'। সংবাদ সংস্থা এএনআই-কে বোর্ডের এক সূত্রকে উদ্ধৃত করে লিখেছে, "রোহিত এদিন ফিটনেস টেস্টে পাশ করেছে, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দলকে ওই নেতৃত্ব দেবে।"

গতবছর ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজ খেলার পর থেকে একেবারে ক্রিকেটের বাইরে রয়েছেন রোহিত। বাঁ-হাতের হ্যামস্ট্রিংয়ে চোটের জন্য দক্ষিণ আফ্রিকায় খেলা হয়নি তাঁর। নাহলে পূর্ণদায়িত্ব প্রাপ্ত সাদা বলের ক্যাপ্টেন হিসাবে বিদেশের মাটিতেই ওয়ানডে সিরিজে নতুন ভাবে পথ চলা শুরু করতেন তিনি। রোহিতের পরিবর্তে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ক্যাপ্টেনসি করেন রাহুল। দক্ষিণ আফ্রিকা সফরের আগে রোহিতকে টেস্ট দলের ভাইস-ক্যাপ্টেনও করা হয়েছিল অজিঙ্কা রাহানের পরিবর্তে। কোহলি টি-২০ ক্যাপ্টেনসি ছাড়ার পরে তাঁর ওয়ানডে দলের অধিনায়কত্ব কেড়ে নেয়ে বিসিসিআই (BCCI)। সীমিত ওভারের ক্রিকেটে দায়িত্ব দেওয়া হয় রোহিতকে।

আরও পড়ুন: IPL 2022 Mega Auction: দেখে নিন নিলামে ১০ দলের বাজেট, ধরে রাখা ক্রিকেটারদের তালিকা

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের স্পিডস্টার জসপ্রীত বুমরাকে সম্ভবত দেখা যাবে না। সূত্রের খবর বুমরার কাজের ধকল কমাতেই তাঁকে বিশ্রামে পাঠানো হচ্ছে। বোর্ডের সূত্র জানিয়েছে, "আন্তর্জাতিক ক্যালেন্ডারের কথা মাথায় রেখে বুমরার ওয়ার্কলোড ম্যানেজমেন্টের বিষয়টি ভাবতে হবে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওকে বিশ্রাম দেওয়া হবে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রতিটি টেস্ট ও ওয়ানডে ম্যাচে ও খেলেছে। ওকে ব্রেক দেওয়াটা গুরুত্বপূর্ণ। "ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলবে ভারত। ওয়ানডে সিরিজের প্রতিটি ম্যাচই হবে আহমেদাবাদের নয়ানির্মিত নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। টি-২০ সিরিজের আয়োজক কলকাতার ইডেন গার্ডেন্স। ৬ ফেব্রুয়ারি প্রথম ওয়ানডে ম্যাচ। 

Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App

.