কোহলি নন, রোহিতের ক্যাপ্টেন্সিতে মুগ্ধ আজহার!
রোহিত অসাধারণ ক্যাপ্টেন্সি করছে। অসম্ভব ঠান্ডা মাথা ওর। ওর ওপর ভরসা রাখা যায়।
নিজস্ব প্রতিবেদন : নেতৃত্ব নিয়ে বিরাট কোহলি বনাম রোহিত শর্মার কোথাও যেন একটা ঠাণ্ডা লড়াই চলছে বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশ। আর সেখানেই প্রাক্তন ভারত অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিনের মন্তব্য কি নতুন করে সেই বিতর্ককে উসকে দিল?
আরও পড়ুন - প্রাথমিক ধাক্কা সামলে টি-২০তে অনায়াসে ৫ উইকেটে জয় ভারতের
রবিবার ইডেন গার্ডেন্সে ভারত-ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি ম্যাচে ইনিংস বিরতিতে ইডেনের বাদশা বলেন, "রোহিত অসাধারণ ক্যাপ্টেন্সি করছে। অসম্ভব ঠান্ডা মাথা ওর। ওর ওপর ভরসা রাখা যায়। এশিয়া কাপেও তো দারুণ করল। সুযোগ পেলেই ও নিজেকে ক্যাপ্টেন হিসেবে মেলে ধরেছে।" পরিসংখ্যান বলছে, ৫৭টি একদিনের ম্যাচে নেতৃত্ব দিয়ে ৪২টি ম্যাচ জিতেছেন বিরাট কোহলি। অধিনায়ক বিরাটের জয়ের হার ৭৩.৬৮ শতাংশ। অন্যদিকে আটটি একদিনের ম্যাচে অধিনায়ক রোহিত শর্মা জিতেছেন ৭টি ম্যাচ। জয়ের হার ৮৭.৫ শতাংশ।
আরও পড়ুন - টি-২০ ক্রিকেটে ডাবল সেঞ্চুরি, ৭৮ বলে অপরাজিত ২০৮ হরিকৃষ্ণের
তবে বিরাট-সচিনের তুলনা সহাস্যে এড়িয়ে গেলেন আজহার। তিনি বলেন, "কে কার রেকর্ড ভেঙে দেবে, সেটা নিয়ে আমি কি করে ভবিষ্যদ্বাণী করব?"