IND vs AFG 1st T20I: শুভমনের আচরণে প্রচণ্ড রুষ্ট রোহিত, অকপটে স্বীকার করেও জিতলেন হৃদয়!
Rohit Sharma on furious yelling at Shubman Gill after run out in IND vs AFG 1st T20I: রোহিত শর্মা অকপটে স্বীকার করলেন যে, তিনি শুভমন গিলের আচরণে প্রচণ্ড রুষ্ট হয়েছেন। তবুও তরুণের প্রশংসায় জিতলেন হৃদয়!
জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: রোহিত শর্মার (Rohit Sharma) দেশের জার্সিতে টি-২০ প্রত্যাবর্তনে মিশেছিল মিশ্র অনুভূতি। টি-২০ অধিনায়ক হিসেবে কামব্যাক করেই তিনি জয় পেয়েছেন। মোহালিতে ভারত হেসেখেলে ছয় উইকেটে জিতেছে আফগানিস্তানের বিরুদ্ধে। তিন ম্য়াচের টি ২০ সিরিজে ১-০ এগিয়ে গিয়েছে রোহিত অ্যান্ড কোং। মোহালিতে বিশ্বের প্রথম পুরুষ ক্রিকেটার হিসেবে রোহিত ১০০ টি২০আই ম্য়াচ জিতলেন। পুরুষ ও মহিলা মিলিয়ে রোহিত চতুর্থ ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-২০ ম্য়াচ জয়ের সেঞ্চুরিকারী হলেন। ইংল্য়ান্ডের ড্য়ানি ওয়াট সবার উপরে। ১১১টি টি২০আই জিতেছেন তিনি। অস্ট্রেলিয়ার অ্যালিসা হিলি ও এলিস পেরিও দেশের জার্সিতে ১০০টি টি-২০ ম্য়াচ জিতেছেন।
আরও পড়ুন: WATCH: ছিলেন ভাইয়ের বিয়েতে, সোজা হেলিকপ্টারে স্টেডিয়ামে! নেটপাড়ায় ঝড় তুলল ভিডিয়ো
এ তো গেল ভালো দিক। তবে রোহিতকে এদিন ব্য়াট হাতে এগোতেই দিলেন না তাঁর ওপেনিং পার্টনার শুভমন গিল। যদিও এই ম্যাচে রোহিতের ওপেন করার কথা ছিল যশস্বী জয়সওয়ালের সঙ্গে। তবে শেষ মুহূর্তে যশস্বী হাতে চোট পাওয়ায় তাঁর এই ম্য়াচ খেলা হয়নি। ফলে রোহিত-শুভমনই ওপেন করেন। রোহিত মাত্র ২ বলে ০ রানে রানআউট হয়ে যান। রোহিত মিড-অফে ড্রাইভ করে সিঙ্গলের জন্য শুভমনকে ডেকেই নিজে ছুটেছিলেন। তবে শুভমন রোহিতের দিকে না তাকিয়ে, বলের দিকেই তাকিয়ে ছিলেন হাঁ করে। তিনি ক্রিজ থেকে এক চুলও নড়েননি। রোহিত ছুটে আসায় রান-আউট হয়ে যান। রোহিত অত্য়ন্ত অসন্তুষ্ট হয়ে শুভমনকে দু'কথা শুনিয়েই ক্রিজ ছাড়েন। এই ঘটনা রোহিত কিছুতেই মেনে নিতে পারেননি। মানাও সম্ভব ছিল না। 'রাগ তো হবেই। কিন্তু এসব ঘটেই। যখন হয় তখন হতাশ হতেই হয়। আপনি চাইবেন মাঠে নেমে দলের জন্য় রান করতে। তবে সব কিছু নিজের ইচ্ছা মতো হয় না। তবে আমরা ম্য়াচ জিতেছি। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্য়াপার। আমি চেয়েছিলাম গিল এগিয়ে নিয়ে যাক। দুর্ভাগ্য়বশত ও আউট হয়ে যায় খুব ভালো ছোট্ট একটা ইনিংস খেলে।'
ঘরের মাঠে বিশ্বকাপের পর থেকে সীমিত ওভারের ক্রিকেটে বিরতি নিয়েছিলেন রোহিত। আফগানিস্তানের বিরুদ্ধে চলতি তিন ম্য়াচের টি২০ সিরিজে, রোহিতের নেতৃত্বে দল করে অজিত আগরকরের জাতীয় নির্বাচক কমিটি বুঝিয়ে দিয়েছে যে, দেশের তিন ফরম্য়াটের অধিনায়ক ভীষণ ভাবেই কুড়ি ওভারের বিশ্বকাপে থাকছেন। মহাযুদ্ধে নামার আগে এটাই ভারতের শেষ আন্তর্জাতিক টি২০ অ্যাসাইনমেন্ট। মোহালি থেকে ভারত-আফগানিস্তান চলে যাবে ইন্দোরে। ১৪ জানুয়ারি হবে দ্বিতীয় টি-২০।
আরও পড়ুন: WATCH: ক্রিকেট ইতিহাস রোহিতের, শুভমনের আচরণেই হারালেন মেজাজ! ভিডিয়ো ভাইরাল
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)