`সিটি মেরে` পেলগ্রিনিকে ওড়ালেন গুয়ার্দিওলা, জোড়া গোল রোনাল্ডোর

ইংল্যান্ডে গিয়ে দাদাগিরি দেখিয়ে দিলেন বায়ার্ন মিখনিখ কোচ পেপ গুয়ার্দিওলা। জয়ের ধারা অব্যাহত রেখে গত বারের চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ হারাল ম্যানচেস্টার সিটিকে। ম্যান সিটির ঘরের মাঠ লন্ডনের এতিহাদ স্টেডিয়ামে এসে ৩-১ গোলে তাদের উড়িয়ে দিল পেপ গুয়ার্দিওলার দল। বায়ার্নের হয়ে গোলগুলি করেন ফ্র্যাঙ্ক রিবেরি, টমাস মুলার, আর্জেন রবেন। ম্যানচেস্টার সিটির হয়ে ব্যবধান কমান আলভারো নেগ্রেদো।

Updated By: Oct 3, 2013, 11:38 AM IST

বায়ার্ন মিউনিখ (৩) ম্যানচেস্টার সিটি (১)।। রিয়াল মাদ্রিদ (৪) কোপেনহেগেন (০)
ইংল্যান্ডে গিয়ে দাদাগিরি দেখিয়ে দিলেন বায়ার্ন মিউনিখ কোচ পেপ গুয়ার্দিওলা। জয়ের ধারা অব্যাহত রেখে গত বারের চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ হারাল ম্যানচেস্টার সিটিকে। ম্যান সিটির ঘরের মাঠ লন্ডনের এতিহাদ স্টেডিয়ামে এসে ৩-১ গোলে তাদের উড়িয়ে দিল পেপ গুয়ার্দিওলার দল। বায়ার্নের হয়ে গোলগুলি করেন ফ্র্যাঙ্ক রিবেরি, টমাস মুলার, আর্জেন রবেন। ম্যানচেস্টার সিটির হয়ে ব্যবধান কমান আলভারো নেগ্রেদো।
খেলা শুরুর ৭ মিনিটের মাথায় গোলকিপার জো হার্টের ভুলে দূরপাল্লার শটে গোল করে যান রিবেরি। প্রথমার্ধে খেলার ফলাফল ১-০ থাকলেও দ্বিতীয়ার্ধে টমাস মুলার ও আর্জেন রবেনের গোলে জয়সূচক ব্যবধান বাড়ায় বায়ার্ন। খেলা শেষ হওয়ার ১০ মিনিট আগে ম্যান সিটির হয়ে একমাত্র গোলটি করেন পরিবর্ত খেলোয়াড় হিসেবে নামা আলভারো নেগ্রেদো। গ্রুপ লিগে ২ ম্যাচের দুটটিতেই জিতে গ্রুপ ডি-র শীর্ষ স্থানে চলে গেল বায়ার্ন মিউনিখ।
অন্যদিকে, ঘরের মাঠে স্যান্টিয়াগো বার্নাবিউতে রিয়াল মাদ্রিদ ৪-০ গোলে হারাল কোপেনহেগেনকে। রিয়ালের দুই স্ট্রাইকার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও অ্যাঞ্জেল ডি মারিয়া জোড়া গোল করলেন।

.