রুনির মুখোমুখি হওয়ার কথা ভেবেই আবেগপ্রবণ রোনাল্ডো!

 আসন্ন ইউরোয় ওয়েন রুনির মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে তাঁর। আর এটা ভেবেই আবেগপ্রবণ হয়ে পড়লেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ম্যাঞ্চেষ্টার ইউনাইটেডের সোনালি অতীতে বহু ইতিহাসের সাক্ষী রোনাল্ডো-রুনি জুটি। বিলেতে মাঠের বাইরে বন্ধু হয়ে উঠেছিলেন দুই তারকা। দুহাজার সালে ম্যান ইউ ছেড়ে রিয়ালে যোগ দিয়েছিলেন সিআর সেভেন। তারপর গঙ্গা দিয়ে জল গড়িয়েছে।

Updated By: Jun 6, 2016, 03:45 PM IST
রুনির মুখোমুখি হওয়ার কথা ভেবেই আবেগপ্রবণ রোনাল্ডো!

ওয়েব ডেস্ক:  আসন্ন ইউরোয় ওয়েন রুনির মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে তাঁর। আর এটা ভেবেই আবেগপ্রবণ হয়ে পড়লেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ম্যাঞ্চেষ্টার ইউনাইটেডের সোনালি অতীতে বহু ইতিহাসের সাক্ষী রোনাল্ডো-রুনি জুটি। বিলেতে মাঠের বাইরে বন্ধু হয়ে উঠেছিলেন দুই তারকা। দুহাজার সালে ম্যান ইউ ছেড়ে রিয়ালে যোগ দিয়েছিলেন সিআর সেভেন। তারপর গঙ্গা দিয়ে জল গড়িয়েছে।

দুই বন্ধুর সম্পর্কে ছন্দপতন ঘটেছিল কিছু সময়ের জন্য। দুহাজার ছয় বিশ্বকাপে ইংল্যান্ড বনাম পর্তুগাল ম্যাচে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় রুনিকে। সেই ঘটনার জন্য ইংল্যান্ডে ভিলেন হয়ে গিয়েছিলেন রোনাল্ডো। দুই বন্ধু অবশ্য এরপরও কাছাকাছি এসেছেন। এবারের ইউরোর আগে রুনিকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন রোনাল্ডো। ইংল্যান্ড দলে রুনিই যোগ্য অধিনায়ক। সাফ জানাচ্ছেন পর্তুগিজ তারকা। তবে বন্ধুর বিরুদ্ধে শেষ পর্যন্ত যদি তকে নামতে হয় সেটা আবেগের ম্যাচ হবে। স্বীকার করছেন রোনাল্ডো। ইবিজায় ছুটি কাটিয়ে রবিবার থেকেই পর্তুগাল দলের সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছেন রোনাল্ডো।

.