ক্রিকেট গ্রেটদের চোখে লিটল মাস্টার
বাইশ গজে ২৪ বছর দাপিয়ে বেড়ানোর অধ্যায় শেষ হচ্ছে ১৮ নভেম্বর। সচিনের এই দীর্ঘ ক্রিকেট কেরিয়ারে সচিনকে খুব কাছ থেকে দেখেছেন এমন আন্তর্জাতিক মানের ক্রিকেটাররা বিভিন্নভাবে ব্যাখ্যা করেছেন তাঁর এই ক্রিকেট জীবন।
বাইশ গজে ২৪ বছর দাপিয়ে বেড়ানোর অধ্যায় শেষ হচ্ছে ১৮ নভেম্বর। সচিনের এই দীর্ঘ ক্রিকেট কেরিয়ারে সচিনকে খুব কাছ থেকে দেখেছেন এমন আন্তর্জাতিক মানের ক্রিকেটাররা বিভিন্নভাবে ব্যাখ্যা করেছেন তাঁর এই ক্রিকেট জীবন।
বিশ্ব ক্রিকেটের কিংবদন্তী ব্যাটসম্যান ডন ব্র্যাডম্যান তাঁর জীবদ্দশায় নিজের খেলার ছায়া দেখতে পেয়েছিলেন একমাত্র সচিনের খেলার মধ্যেই।
প্রখ্যাত ব্যাটসম্যান ব্রায়ান চার্লস লারা তো বলেই ফেলেছেন নিজের ছেলেকে সচিনের মত ক্রিকেটার তৈরি করতে চান।
প্রাক্তন অসি অধিনায়ক মার্ক টেলর জানিয়েছেন তাঁরা ভারতের কাছে নয় হেরেছেন সচিনের কাছে।
অভিষেক টেস্টে সচিনকে পড়তে হয়েছিল ওয়াকার ইউনিসের মত দুর্ধর্ষ বোলারের সামনে। সেই ইউনিসই জানাচ্ছেন হাঁটার লাঠি হাতে পেলেও সচিন অনায়াসে লেগ গ্ল্যান্স করতে পারেন।
অ্যান্ডি ফ্লাওয়ার তো আরও একধাপ উপরে উঠে বলেন পৃথিবীতে দুধরনের ব্যাটসম্যান আছেন। একদিকে সচিন তেন্ডুলকর। আর অন্যদিকে বাকি সব ব্যাটসম্যান।
ম্যাথু হেডেনের বক্তব্য তিনি ভগবানকে একমাত্র টেস্ট ক্রিকেটেই দেখতে পেয়েছেন। তিনি টেস্টে ভারতের হয়ে চার নম্বরে ব্যাট করতে নামেন।
আমেরিকার রাষ্ট্রপতি বারাক ওবামা অবশ্য ক্রিকেটভক্ত নন। কিন্তু সচিনের খেলা দেখেন। সেই রহস্যও উন্মোচন করেছেন ওবামা। সচিন যখন ব্যাট করেন তখন তাঁর দেশের উৎপাদন ৫% কমে যায়। আর সেটা কেন হয় সেটা বুঝতেই সচিনের খেলা দেখতে বসেন।