Sachin Tendulkar: ঈশানের জন্মদিনে শুভেচ্ছা জানাতে কী লিখলেন মাস্টার ব্লাস্টার?
২০১৬ সালে গুজরাত লায়ন্সের হয়ে আইপিএল-এ খেলার সময়ে নজর কাড়েন ঈশান। এর পরে মুম্বই ইন্ডিয়ান্স তাঁকে দলে নেয়। চলতি বছরে এই বাঁ হাতি উইকেটকিপার-ব্যাটারকে ১৫.২৫ কোটি টাকায় দলে নেয় মুম্বই ইন্ডিয়ান্স।
![Sachin Tendulkar: ঈশানের জন্মদিনে শুভেচ্ছা জানাতে কী লিখলেন মাস্টার ব্লাস্টার? Sachin Tendulkar: ঈশানের জন্মদিনে শুভেচ্ছা জানাতে কী লিখলেন মাস্টার ব্লাস্টার?](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2022/07/18/382755-sachinishan.jpg)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ঋষভ পন্থের (Rishabh Pant) দুরন্ত শতরানের সৌজন্যে রবিবার ইংল্যান্ডের (ENG vs IND) বিরুদ্ধে একদিনের সিরিজ জয়ের পরদিনেই, সোমবার ২৪তম জন্মদিন পালন করলেন ভারতীয় উইকেটকিপার-ব্যাটার ঈশান কিশান (Ishan Kishan)। আর ঈশানের জন্মদিনে টুইটারে তাঁকে শুভেচ্ছা বার্তা পাঠালেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar) স্বয়ং।
ঈশানের জন্মদিনে সচিন তাঁকে মজা করে শুভেচ্ছা জানিয়ে লেখেন, "শুভ জন্মদিন ঈশান কিশান। রান ও সুখকর অভিজ্ঞতায় পূর্ণ একটা ঈ-শানদার বছর কাটুক।"
Sachin Tendulkar (@sachin_rt) July 18, 2022
Mumbai Indians (@mipaltan) July 18, 2022
২০১৬ সালে গুজরাত লায়ন্সের হয়ে আইপিএল-এ খেলার সময়ে নজর কাড়েন ঈশান। এর পরে মুম্বই ইন্ডিয়ান্স তাঁকে দলে নেয়। চলতি বছরে এই বাঁ হাতি উইকেটকিপার-ব্যাটারকে ১৫.২৫ কোটি টাকায় দলে নেয় মুম্বই ইন্ডিয়ান্স। তবে এ বারের আইপিএলে সে ভাবে নজর কাড়তে পারেনি ঈশান। ভারতীয় দলের জার্সি গায়েও প্রত্যাশিত ছন্দে দেখা যায়নি তাঁকে।
— BCCI (@BCCI) July 18, 2022
ঈশানের জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানিয়েছে মুম্বই, বিসিসিআই আর তাঁর সতীর্থেরাও।
আরও পড়ুন: Roy Krishna: এ বার সুনীল ছেত্রীর সঙ্গে বেঙ্গালুরু এফসি-তে খেলবেন ফিজির তারকা
আরও পড়ুন: Rishabh Pant | Yuvraj Singh: 'মনে হচ্ছে ৪৫ মিনিটের কথোপকথন কাজে লেগেছে'!