মুম্বইতেই তাঁর জীবনের শেষ ম্যাচ খেলতে চান সচিন, মা মাঠে থাকুন চাইছেন মাস্টার ব্লাস্টার
মুম্বইতেই তাঁর ২০০ তম টেস্ট ম্যাচ খেলতে চান সচিন তেন্ডুলকর। মায়ের জন্য মুম্বইতেই তাঁর শেষ টেস্ট ম্যাচ খেলতে চান বলে বোর্ডের কাছে অনুরোধ জানিয়েছেন মাস্টার ব্লাস্টার।
মুম্বইতেই তাঁর ২০০ তম টেস্ট ম্যাচ খেলতে চান সচিন তেন্ডুলকর। মায়ের জন্য মুম্বইতেই তাঁর শেষ টেস্ট ম্যাচ খেলতে চান বলে বোর্ডের কাছে অনুরোধ জানিয়েছেন মাস্টার ব্লাস্টার।
সচিন চান সেই ঐতিহাসিক মুহূর্তে যেন তাঁর মা রজনী তেন্ডুলকর মাঠে থাকুন। আজ পর্যন্ত মাঠে বসে সচিনকে কোন আন্তর্জাতিক ম্যাচ খেলতে দেখেননি তাঁর মা। এরই পাশাপাশি সচিনের ইচ্ছে হোমগ্রাউন্ডে শেষ টেস্ট ম্যাচ খেলার।
শোনা যাচ্ছে ব্র্যাবোর্ন অথবা ওয়াংখেড়ে যে কোন স্টেডিয়ামে সচিন খেলতে প্রস্তুত। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারত দুটি টেস্টে কোথায় খেলবে সেই স্থান ঠিক করতে মঙ্গলবার বৈঠকে বসছেন বোর্ড কর্তারা।
মুম্বইতে শেষ টেস্ট ম্যাচ খেলার সচিনের অনুরোধ যে বোর্ড রাখবেই তা ইতিমধ্যেই ইঙ্গিত দিয়ে রেখেছেন বোর্ডের সহসভাপতি রাজীব শুক্লা। মুম্বইতে সচিন ২০০ তম টেস্ট খেললে ইডেনে তাঁর একশো নিরানব্বইতম টেস্ট খেলার সম্ভাবনা প্রবল।