Sania Mirza and Rohan Bopanna, Australian Open: কেরিয়ারের শেষ গ্র্যান্ড স্ল্যাম জয়ের হাতছানি, বোপান্নাকে নিয়ে ফাইনালে টেনিস সুন্দরী

অস্ট্রেলিয়ান ওপেনই সানিয়ার পেশাদার টেনিস জীবনের শেষ গ্র্যান্ড স্ল্যাম। তাই বছরের প্রথম গ্র্য়ান্ড স্ল্যামকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন তিনি। মহিলাদের ডাবলসের দ্বিতীয় রাউন্ডে বিদায় নিতে হলেও বোপান্নাকে নিয়ে মিক্সড ডাবলসের ফাইনালে পৌঁছে গেলেন ভারতের সেরা মহিলা টেনিস খেলোয়াড়।

Updated By: Jan 25, 2023, 03:32 PM IST
Sania Mirza and Rohan Bopanna, Australian Open: কেরিয়ারের শেষ গ্র্যান্ড স্ল্যাম জয়ের হাতছানি, বোপান্নাকে নিয়ে ফাইনালে টেনিস সুন্দরী
দাপট বজায় রেখে জিতলেন সানিয়া মির্জা ও রোহন বোপান্না। ফাইল চিত্র

জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: বর্ণময় টেনিস কেরিয়ারের একেবারে শেষ প্রান্তে দাঁড়িয়ে রয়েছেন সানিয়া মির্জা (Sania Mirza)। জীবনের শেষ গ্র্যান্ড স্ল্যামেও খেতাব জয়ের স্বপ্ন বাঁচিয়ে রেখেছেন ভারতীয় (India) টেনিসের গ্ল্যামার গার্ল। বুধবার অস্ট্রেলিয়ান ওপেনের (Australian Open 2023) মিক্সড ডাবলসের ফাইনালে উঠলেন তিনি। রোহন বোপান্নার (Rohan Bopanna) সঙ্গে জুটি বেঁধে মেগা ফাইনালে পৌঁছে গিয়েছেন সানিয়া। সেমিফাইনালে তাঁরা হারালেন ব্রিটেনের নিল স্কুপস্কি (Neal Skupski) এবং আমেরিকার ডেজরে ক্রাভচেক জুটিকে (Desirae Krawczyk)। খেলার ফল সানিয়াদের পক্ষে ৭-৬ (৭-৫), ৬-৭ (৫-৭), ১০-৬। এর আগে কোয়ার্টার ফাইনালে কোনও লড়াই করতে হয়নি এই ভারতীয় জুটিকে। 

অস্ট্রেলিয়ান ওপেনই সানিয়ার পেশাদার টেনিস জীবনের শেষ গ্র্যান্ড স্ল্যাম। তাই বছরের প্রথম গ্র্য়ান্ড স্ল্যামকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন তিনি। মহিলাদের ডাবলসের দ্বিতীয় রাউন্ডে বিদায় নিতে হলেও বোপান্নাকে নিয়ে মিক্সড ডাবলসের ফাইনালে পৌঁছে গেলেন ভারতের সেরা মহিলা টেনিস খেলোয়াড়।

আরও পড়ুন: Mohammed Siraj: স্বস্তি ভারতীয় দলে, ওয়ার্নারদের বিরুদ্ধে নামার আগে বড় পুরস্কার পেলেন সিরাজ

আরও পড়ুন: Shubman Gill: বিরাট-রোহিতের ব্যাট করার অভিজ্ঞতা কেমন? জবাব দিলেন শুভমন

মিক্সড ডাবলসে খেতাব জয়ের আশা থাকলেও সানিয়ার ডাবলস অভিযান আগেই শেষ হয়ে গিয়েছে। গত রবিবার মহিলা ডাবলসের দ্বিতীয় ম্যাচে হার মানতে হয় সানিয়া ও তাঁর সঙ্গী কাজাখস্তানের অ্যানা ড্যানিলিয়াকে। টুর্নামেন্টের অষ্টম বাছাই হিসাবে কোর্টে নামলেও হাড্ডাহাড্ডি ম্যাচে হারেন তাঁরা। প্রথম সেট হেরেও ম্যাচে ফিরে এসেছিলেন সানিয়ারা। কিন্তু নির্ণায়ক সেট টাইব্রেকারে গিয়ে হারতে হয় তাঁদের। অস্ট্রেলিয়ান ওপেনের একমাত্র ভারতীয় হিসাবে টিকে রয়েছে সানিয়া-বোপান্নার জুটি।

বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম শুরুর আগেই সানিয়া ঘোষণা করে দেন, টুর্নামেন্টের শেষেই পেশাদার টেনিস থেকে অবসর নেবেন। টেনিস জীবনে মিক্সড ডাবলসে তিনটি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন সানিয়া। ডাবলসেও তিনটি গ্র্যান্ড স্ল্যাম রয়েছে তাঁর দখলে। ২০০৯ সালে অস্ট্রেলিয়ান ওপেনে মিক্সড ডাবলস চ্যাম্পিয়ন হয়েছিলেন হায়দরাবাদের টেনিস সুন্দরী। কেরিয়ারের শেষ লগ্নে এসে ট্রফি নিয়ে ফিরবেন সানিয়া, এমনটাই আশা তাঁর ভক্তদের।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)   

.