Santosh Trophy 2022-23 | VAR: সন্তোষের হাত ধরে রিয়াদে ইতিহাস, ভারতীয় ফুটবলে এই প্রথম ভিএআর!
Santosh Trophy: Knockout stages to witness use of VAR: সন্তোষ ট্রফির হাত ধরে ভারতীয় ফুটবল দেখছে ভিডিও অ্যাসিস্টান্ট রেফারি ওরফে ভিআআর। সন্তোষের নকআউট পর্যায়ের খেলা হচ্ছে সৌদি আরবে। আর আরব দেশেই দেখা গেল ভারতীয় ফুটবলে বিপ্লব। সৌজন্যে ঐতিহাসিক চুক্তি।
![Santosh Trophy 2022-23 | VAR: সন্তোষের হাত ধরে রিয়াদে ইতিহাস, ভারতীয় ফুটবলে এই প্রথম ভিএআর! Santosh Trophy 2022-23 | VAR: সন্তোষের হাত ধরে রিয়াদে ইতিহাস, ভারতীয় ফুটবলে এই প্রথম ভিএআর!](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2023/03/01/408853-var-santosh.png)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভিডিও অ্যাসিস্টান্ট রেফারি ওরফে ভিআআর (Video Assistant Referee,VAR) এবার ভারতীয় ফুটবলে। ৭৬ তম জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ ওরফে সন্তোষ ট্রফির (76th National Football Championships, Santosh Trophy 2022-23) হাত ধরে সৌদি আরবের রিয়াদে লেখা হল অনন্য ইতিহাস। সন্তোষের নকআউট পর্যায়ের অর্থাৎ সেমিফাইনাল ও ফাইনালের ম্যাচ হচ্ছে আরব দেশে। বুধবার রিয়াদের কিং ফাহদ আন্তর্জাতিক স্টেডিয়ামে (Fahd International Stadium in Riyadh) প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল পঞ্জাব-মেঘালয় (Punjab vs Meghalaya)। মেঘালয় ২-১ গোলে পঞ্জাবকে হারিয়ে প্রথমবারের মতো সন্তোষের ফাইনালে উঠল। আর এই ম্য়াচেই ছিল ভিএআর প্রযুক্তি। সৌদি আরব ফুটবল ফেডারেশন সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে (AIFF) এই প্রযুক্তিগত সাহায্য করছে। কর্ণাটক ও সার্ভিসেস এদিন দ্বিতীয় সেমিতে মুখোমুখি হবে। জয়ী দল খেতাবি যুদ্ধে মুখোমুখি হবে মেঘালয়ের। বিদেশে যে সন্তোষ ট্রফি হতে পারে, এমনটাও অভাবনীয় অনেকের কাছে।
আরও পড়ুন: Adriana Lima: মেসি-এমবাপেদের মঞ্চ কেঁপেছে লিমার লাস্যে, সুপারমডেলকেই বিশেষ কাজ দিয়েছে ফিফা!
ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে ও সচিব সাজি প্রভাকরণ রয়েছেন রিয়াদে। ম্যাচের আগে কল্যাণ বলেন, 'ভিএআর এই প্রথম সন্তোষ ট্রফিতে ব্যবহার করা হচ্ছে। এই প্রযুক্তিতে ম্যাচ দেখানোর জন্য ১০-১২টি ক্য়ামেরার ব্যবহার হচ্ছে। ভারতে আইটি সেক্টরে প্রচুর প্রতিভা রয়েছে। আমরা চাই কম খরচে ভারতের ঘরোয়া প্রতিযোগিতায় ভিএআর ব্যবহার করতে। ' গতবছর অক্টোবরে ভারত ও সৌদি ফুটবল ফেডারেশনের মধ্যে এক ঐতিহাসিক মউ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। সৌদির শহর দামামে সাজি-কল্যাণের সঙ্গেই এসএএফএফ সভাপতি ইয়াসের আল-মিশাল ও সচিব ইব্রাহিম আল কাসিম ছিলেন। এই চুক্তির ফলে দুই দেশের ফুটবল সংক্রান্ত কার্যকলাপ এক নতুন দিশা দেখবে। যার মধ্যে প্রযুক্তিগত সহায়তার সঙ্গেই রয়েছে পুরুষ ও মহিলাদের যুব পর্যায়ে নিয়মিত প্রতিযোগিতা। দুই দেশের মধ্যে ফুটবল পরিচালনা নিয়েও মত বিনিময় হবে। ওই চুক্তিতেই ছিল সৌদিতে হবে সন্তোষের নকআউট।