UEFA EURO 2020: ফুটবল দেখতে গিয়েই COVID-19 আক্রান্ত শয়ে শয়ে Scotland সমর্থক!
ফ্যান জোনে খেলা দেখতে গিয়ে ৫৫ জন করোনাক্রান্ত হন!
নিজস্ব প্রতিনিধি: করোনা আবহে চলেছে ইউরো কাপ (UEFA EURO 2020) । একাধিক ফুটবলার ও সমর্থকদের করোনাক্রান্ত হওয়ার খবর মিলেছে টুর্নামেন্ট চলাকালীন। এবার ইউরোর ম্যাচ দেখতে লন্ডনে এসে করোনা সংক্রামিত হলেন শয়ে শয়ে স্কটিশ সমর্থক! আঁতকে ওঠার মতো এই রিপোর্ট দিয়েছে পাবলিক হেলথ স্কটল্যান্ড (পিএইচএস PHS) অর্থাৎ সে দেশের জনস্বাস্থ্য সংস্থা।
জানা যাচ্ছে যে, ১৯৯১ জন স্কটল্যান্ডে কোভিড সংক্রামিত হয়েছেন তাঁদের ৩৯৭ জনের শরীরে করোনা বাসা বেঁধেছে ওয়েম্বলিতে ইংল্যান্ড বনাম স্কটল্যান্ড ম্যাচের দিন। পিএইচএস-এর রিপোর্ট এও বলছে যে, গ্লাসগোর ফ্যান জোনে খেলা দেখতে গিয়ে ৫৫ জন করোনাক্রান্ত হন। এছাড়াও হ্যাম্পডেন পার্কে স্কটল্যান্ড-ক্রোয়েশিয়া ও স্কটল্যান্ড-চেক প্রজাতন্ত্রের ম্যাচের দিন যথাক্রমে ৩৮ ও ৩৭ জন করোনাকে আমন্ত্রণ জানান। এই রিপোর্ট চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে, কোনও রকম সামাজিক দূরীকরণ বিধি না মানার ফলেই মারণ ভাইরাস এভাবে সংক্রামিত হতে পেরেছে।
আরও পড়ুন: UEFA EURO 2020: যে বিশ্ববন্দিত তারকারা ইউরো থেকে বেরিয়ে গেলেন
Our most recent #COVID19 weekly report is now live:
https://t.co/mjk6pHiST1 pic.twitter.com/MpemBLIGNq
(@P_H_S_Official) June 30, 2021
করোনা আত্রান্তদের তাঁদের সংস্পর্শে আসা ব্যক্তিদের কড়া নজরে রাখছে পিএইচএস। স্কটল্যান্ড বিলি গিলমোরের করোনা রিপোর্ট পজিটিভ আসার পর তাঁর সংস্পর্শে আসা ইংল্যান্ডের বেন চিলওয়েল ও ম্যাসন মাউন্ট নিভূতবাসে চলে যান।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)