বড় ম্যাচে হার দিয়ে মরসুম শুরু ইস্টবেঙ্গলের

Updated By: Aug 10, 2014, 06:57 PM IST
বড় ম্যাচে হার দিয়ে মরসুম শুরু ইস্টবেঙ্গলের

মহমেডান (১) ইস্টবেঙ্গল (০)
(ইমরান খানের-২৬')

মরসুমের প্রথম ম্যাচেই হেরে গেল ইস্টবেঙ্গল। ঘরোয়া লিগের বড় ম্যাচে মহমেডানের কাছে এক-শূন্য গোলে হারতে হল আর্মান্দো কোলাসোর দলকে। মহমেডানের হয়ে জয়সূচক গোলটি করেন ইমরান খান। ছয় বছর পর ইস্টবেঙ্গলকে হারাল মহমেডান। ২০০৮ সালে শেষবার লাল-হলুদের বিরুদ্ধে জয় পেয়েছিল সাদা-কালো শিবির।

ছয় বছর। ১২ ম্যাচ। ২০০৮ সালের পর ইস্টবেঙ্গলকে হারাল মহমেডান। মরসুমের প্রথম ম্যাচেই হারের মুখ দেখতে হল আর্মান্দো কোলাসোর দলকে। ইমরান খানের করা প্রথমার্ধের গোলে হার দিয়ে মরসুম শুরু করল লাল-হলুদ। গত দেড়মাস ধরেই ইস্টবেঙ্গল কোচ বলে আসছিলেন যে ঘরোয়া লিগের কোনও গুরুত্ব নেই তাঁর কাছে। শনিবার দিনও গোয়ান কোচ বলেছিলেন যে মহমেডান ম্যাচ তাঁর কাছে ডার্বি নয়।

বিপক্ষ দলকে হালকাভাবে নেওয়ার  খেসারতই সম্ভবত দিতে হল হাইপ্রোফাইল ইস্টবেঙ্গল দলকে। এবার একঝাঁক তরুণ ফুটবলারকে  নিয়ে দল গড়েছেন মহমেডান কর্তারা। কোচ করেছেন অখ্যাত ফুজা তোপেকে। সীমাবদ্ধ শক্তি নিয়েও মেহতাব-র‍্যান্টিদের বিরুদ্ধে দুরন্ত খেলল মহমেডানের তরুণ ব্রিগেড। প্রথমার্ধে ইমরান খানের শট সফর সর্দারের গায়ে লেগে গোলে ঢুকে যায়। অভ্র মন্ডল দুরন্ত না খেললে প্রথমার্ধে আরও গোল পেতে পারত মহমেডান।

দ্বিতীয়ার্ধে উইংকে ব্যবহার করে ম্যাচে ফেরে ইস্টবেঙ্গল। একটা সময় ম্যাচের গতিপ্রকৃতি দাঁড়ায় মহমেডান ডিফেন্স বনাম ইস্টবেঙ্গল আক্রমণভাগ। মহমেডান গোলের নীচে কার্যত অপ্রতিরোধ্য হয়ে ওঠেন অর্ণব দাস শর্মা। অফ সাইডের কারণে ইস্টবেঙ্গলের একটি গোল বাতিল হয়ে যায়। র‍্যান্টির শট গোললাইন সেভ হয়। আসলে দিনটা কোনভাবেই ইস্টবেঙ্গলের ছিল না। ফলে মরসুমের প্রথম ম্যাচেই খালি হাতে বাড়ি ফিরতে হল আর্মান্দো কোলাসোর দলকে।

.