সেওয়াগ, জাহিরের চোট নিয়ে সংশয়

প্রতিশোধের ইংল্যান্ড সিরিজ শুরুর সপ্তাহ দুয়েক আগে ভারতীয় শিবিরের কাছে খারাপ খবর। দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটাররা একের পর এক চোটের কবলে পড়েছেন। গতকাল সেওয়াগ চোট পেয়েছিলেন, আর এবার চোট পেলেন জাহির খান।

Updated By: Nov 4, 2012, 11:29 PM IST

প্রতিশোধের ইংল্যান্ড সিরিজ শুরুর সপ্তাহ দুয়েক আগে ভারতীয় শিবিরের কাছে খারাপ খবর। দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটাররা একের পর এক চোটের কবলে পড়েছেন। গতকাল সেওয়াগ চোট পেয়েছিলেন, আর এবার চোট পেলেন জাহির খান। রবিবার রেলওয়েজের বিরুদ্ধে জাহির খেলার মাঝ পথেই খোড়াতে খোড়াতে মাঠ ছাড়েন। এরপরই শুরু হয় জল্পনা।
আঙুলের চোট কিছুতেই সারছে না বীরেন্দ্র সেওয়াগের। মাঝে এই আঙুলের চোটের জন্যই ছিটকে যেতে হয়েছিল ভারতীয় দল থেকে। আবার কামব্যাক করতে গিয়েই বিপত্তি। রঞ্জি ট্রফিতে উত্তরপ্রদেশ ম্যাচে আবার ডানহাতের আঙুলে চোট পেলেন তিনি। ইশান্তের বলে কাইফের শট ধরতে গিয়ে স্লিপে ফিল্ডিং করা সেওয়াগ চোট পান। তবে দিল্লির কোচ সঞ্জীব শর্মা জানিয়েছেন,চোট গুরুতর নয়। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে পারবেন সেওয়াগ।

.