Shafali Verma | CBSE 12th Result 2023: বোর্ডের পরীক্ষাও যেন বাইশ গজ! বলে বলে চার-ছক্কা ভুবন জয়ী ভারতীয় কন্যার

Shafali Verma scores 80 percent in CBSE class 12th Board Exams: যে রাঁধে সে চুলও বাঁধে। ফের একবার এই পরিচিত প্রবাদটি প্রমাণ করে দিলেন ভারতীয় ওপেনার শেফালি বর্মা। দ্বাদশ শ্রেণির পরীক্ষায় চমকে দেওয়ার মতো ফল করেছেন তিনি। মার্কশিট হাতে নিয়ে ইনস্টাগ্রামে ছবিও পোস্ট করেছেন বিশ্বকাপ জয়ী ক্য়াপ্টেন।

Updated By: May 15, 2023, 01:49 PM IST
Shafali Verma | CBSE 12th Result 2023: বোর্ডের পরীক্ষাও যেন বাইশ গজ! বলে বলে চার-ছক্কা ভুবন জয়ী ভারতীয় কন্যার
দ্বাদশ শ্রেণির পরীক্ষায় চমকে দিলেন শেফালি

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারতীয় ওপেনার শেফালি বর্মা (Shafali Verma) ব্যাট হাতে প্রতিপক্ষের কাছে ত্রাস। অবলীলায় হাঁকান চার-ছক্কা। দেশের জার্সিতে খেলার জন্য সারা বছরই তাঁর কাটে চূড়ান্ত ব্যস্ততায়। এই ব্যস্ততার ফাঁকেও শেফালি পড়াশোনাকে অবহেলা করেননি। আর তারই প্রমাণ মিলল সিবিএসই-র সদ্য প্রকাশিত দ্বাদশ শ্রেণির রেজাল্টে ( CBSE 12th Result 2023)। ৮০ শতাংশের বেশি নম্বর নিয়ে শেফালি বোর্ডের পরীক্ষায় তাঁর ছাপ রেখেছেন। ইনস্টাগ্রামে শেফালি মার্কশিটের ছবি শেয়ার করে লিখেছেন, '২০২৩ সালে আরও এক স্পেশ্যাল এইটটি প্লাস স্ম্যাশ করলাম। এবার দ্বাদশ শ্রেণির বোর্ডের পরীক্ষায়। রেজাল্টে আমি অত্যন্ত খুশি। আমার প্রিয় বিষয় ক্রিকেটকে সবটুকু উজার করে দেওয়ার জন্য় আমার তর সইছে না।' শেফালি বুঝিয়ে দিলেন যে পড়াশোনায় যতই ভালো হন না তিনি, তাঁর কাছে ক্রিকেটই শেষ কথা। সেটাই তাঁর ধ্যান ও জ্ঞান।

আরও পড়ুন: EXPLAINED | MS Dhoni: কেন ধোনিকেই করা হয়েছিল অধিনায়ক? শাস্ত্রী শোনালেন 'আনটোল্ড স্টোরি'!

দেখতে গেলে চলতি বছর দারুণ যাচ্ছে হরিয়ানার বছর উনিশের ক্রিকেটারের। খেলার মাঠে দেশের পতাকা বিশ্বমঞ্চে উড়িয়েছেন শেফালি। বছরের শুরুতে তাঁর নেতৃত্বে ভারত অনূর্ধ্ব-১৯ অভিষেক টি-২০ বিশ্বকাপ জিতেছে। দেশকে বিশ্বকাপ জেতাতে শেফালি রেখেছিলেন বিরাট অবদান। দলের সাফল্যে অন্যতম নেপথ্যের কারিগর ছিলেন তিনি। তৃতীয় সর্বোচ্চ রানশিকারি ছিলেন তিনি। এরপর শেফালি সিনিয়র টি-২০ বিশ্বকাপের দলে ছিলেন। হরমনপ্রীত কউর ও স্মৃতি মান্ধানাদের সঙ্গে কাঁধ কাঁধ মিলিয়ে লড়েছেন কুড়ি ওভারের বিশ্বযুদ্ধে। দক্ষিণ আফ্রিকায় শেফালিরা গিয়েছিলেন শেষ চারে।

এখানেই শেষ নয় চলতি বছরই হয়েছে প্রথম উইমেনস প্রিমিয়র লিগ। ডান হাতি ব্যাটারকে দুই কোটি টাকায় দলে নিয়েছিল দিল্লি ক্যাপিটালস। নয় ম্যাচে শেফালির ব্যাট থেকে এসেছিল ২৫২ রান। ১৮৫.২৯-এর স্ট্রাইক রেটে ব্যাট করেছিলেন তিনি। ১৩টি ছক্কা হাঁকিয়ে ছিলেন শেফালি। টুর্নামেন্টে যুগ্মভাবে সর্বাধিক ছক্কা শিকারি হয়েছিলেন তিনি। আপাতত শেফালিদের সামনে কোনও সিরিজ নেই। তবে মনে করা হচ্ছে যে, আগামী মাসে তাঁরা মাঠে নামবেন। শেফালি দেশের হয়ে দু'টি টেস্ট (২৪২ রান), ২১টি ওয়ানডে (৫৩১ রান, একটি উইকেট) ম্যাচ ও ৫৬টি (১৩৩৩ রান, ৬টি উইকেট) টি-২০ ম্য়াচ খেলেছেন।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.