আনুষ্ঠানিকতা সেরে বোর্ডের মসনদে শশাঙ্ক মনোহর
সব ঠিকঠাকই ছিল। সেটা তো শুধু সরকারী সিলমোহর পড়ল। ভারতীয় ক্রিকেট বোর্ডের মসনদে জগমোহন ডালমিয়ার স্থলাভূষিক্ত হলেন শশাঙ্ক মনোহর। ২০০৮ সাল থেকে ২০১১ পর্যন্ত বোর্ড সভাপতি হিসেবে কাজ করেছেন মনোহর। মুম্বইতে বোর্ডের স্পেশাল এজিএমে বিনা বাধায় মসনদে বসলেন মনোহর।
![আনুষ্ঠানিকতা সেরে বোর্ডের মসনদে শশাঙ্ক মনোহর আনুষ্ঠানিকতা সেরে বোর্ডের মসনদে শশাঙ্ক মনোহর](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2015/10/04/43388-mkp.jpg)
ওয়েব ডেস্ক: সব ঠিকঠাকই ছিল। সেটা তো শুধু সরকারী সিলমোহর পড়ল। ভারতীয় ক্রিকেট বোর্ডের মসনদে জগমোহন ডালমিয়ার স্থলাভূষিক্ত হলেন শশাঙ্ক মনোহর। ২০০৮ সাল থেকে ২০১১ পর্যন্ত বোর্ড সভাপতি হিসেবে কাজ করেছেন মনোহর। মুম্বইতে বোর্ডের স্পেশাল এজিএমে বিনা বাধায় মসনদে বসলেন মনোহর।
প্রাক্তন বোর্ড সভাপতি শরদ পওয়ার-শ্রীনি জোটের সম্ভাবনা থাকলেও তা ভেঙে দিতে পেরেছেন সচিব অনুরাগ ঠাকুর। এই জোট ঠেকাতে শরদ পওয়ার অনুগামীদের সঙ্গে আলাদা বৈঠকও করেছিলেন অনুরাগ।