লকডাউন ভেঙে সাইকেল চালিয়ে সমালোচনার মুখে প্রাক্তন পাক পেসার

করোনা সংক্রমণ এড়াতে যেখানে ঘরে থাকার পরামর্শ দিচ্ছেন চিকিত্সকরা। এমনকি বাইরে বেরোলে মাস্ক ব্যবহার করাও বাধ্যতামূলক। সেখানে ...

Updated By: Apr 13, 2020, 12:29 PM IST
লকডাউন ভেঙে সাইকেল চালিয়ে সমালোচনার মুখে প্রাক্তন পাক পেসার

নিজস্ব প্রতিবেদন : বিশ্বজুড়ে করোনার থাবা। প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা। বেশ কয়েকদিন ধরেই করোনা সংক্রমণ এড়াতে নানা উপায়ের কথা বলেছেন প্রাক্তন পাক পেসার শোয়েব আখতার। মানুষকে সচেতন করার নানা বার্তা দিয়ে চলেছেন। সামাজিক দূরত্ব মেনে চলার উপদেশ দিয়েছেন। যারা তা মানেননি তাদের সমালোচনা করতেও দেখা গেছে তাঁকে। কিন্তু একটা ভিডিয়ো পোস্ট করে এবার নিজেই সমালোচনার শিকার হলেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস।

 

ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে জনশূন্য রাস্তায় একা একা সাইকেল চালাচ্ছেন শোয়েব আখতার। মুখে কোন মাস্ক নেই শোয়েবের! এমনকি তিনি বলছেন, "আমার শহরে সাইকেল চালাচ্ছি... দারুন আবহাওয়া। ফাঁকা রাস্তা, আর এটাই সেরা শরীরচর্চা।"

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

Cycling in my beautiful city. Lovely weather. Empty roads. Best work out. #islamabad #pakistan

A post shared by Shoaib Akhtar (@imshoaibakhtar) on

 

করোনা সংক্রমণ এড়াতে যেখানে ঘরে থাকার পরামর্শ দিচ্ছেন চিকিত্সকরা। এমনকি বাইরে বেরোলে মাস্ক ব্যবহার করাও বাধ্যতামূলক। সেখানে শোয়েব আখতারের এমন কাণ্ড কিছুতেই মেনে নিতে পারছেন না নেটিজেনরা। তাই সুযোগ বুঝে প্রাক্তন পাক পেসারের সমালোচনা করতে ছাড়েননি কেউই।

আরও পড়ুন- মারণ ভাইরাসের থাবা; ময়দানে আগামিকাল হবে না বারপুজো!

 

.