ভারতের বিরুদ্ধে ছক্কা দক্ষিণ আফ্রিকার

ঘটনাই হোক অথবা অঘটন। ক্রিকেট মহান অনিশ্চিয়তার খেলাই হোক অথবা নয়, কিছু যায় আসে না। ভারত টি-২০ সিরিজের পর একদিনের সিরিজেও  হারছে।

Updated By: Oct 25, 2015, 07:05 PM IST
ভারতের বিরুদ্ধে ছক্কা দক্ষিণ আফ্রিকার

ওয়েব ডেস্ক: ঘটনাই হোক অথবা অঘটন। ক্রিকেট মহান অনিশ্চিয়তার খেলাই হোক অথবা নয়, কিছু যায় আসে না। ভারত টি-২০ সিরিজের পর একদিনের সিরিজেও  হারছে।
শুধু সময়ের অপেক্ষা।
ভারতীয় বোলিংকে ওয়াংখেড়েতে একেবারে খুড়ে রেখে দিয়ে গেল দক্ষিণ আফ্রিকা। না হলে ৫০ ওভারে ৪ উইকেটে ৪৩৮ তোলা যায়!ঠিক কী কী হল ভারতীয় বোলিংয়ের বিরুদ্ধে।
১) দক্ষিণ আফ্রিকার তিন-তিনজন ক্রিকেটার সেঞ্চুরি করে গেলেন একই ইনিংসে! না টেস্ট ইনিংস নয়, একদিনের ক্রিকেটে!এর আগে শ্রীলঙ্কা একবারই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এরকম করতে পেরে ছিল।
২) ডি কক করলেন ৮৭ বলে ১০৯। মারলেন ১৭টা ৪ এবং একটা ৬।
৩) ডুপ্লেসি করলেন ১১৫ বলে ১৩৩। মারলেন ৯টা ৪ এবং ৬টা ৬।
৪) এবি ডিভিলিয়ার্স করলেন ৬১ বলে ১১৯। মারলেন ৩টে ৪ এবং ১১টা ৬!
৫) ভুবনেশ্বর কুমার দিলেন ১০ ওভারে ১০৬ রান। তাঁর থেকে বেশি রান একদিনের ক্রিকেটের ইতিহাসে কেবলমাত্র একজনেরই রয়েছে।
৬) জবাবে ব্যাট করতে নেমে ভারত ৪৪ রানের মধ্যেই হারিয়ে ফেলে রোহিত শর্মা এবং বিরাট কোহলির উইকেট।

.