আজকের ম্যাচের কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য
হার দিয়ে শুরু করে পাকিস্তানের সামনে একটু পিছিয়ে থেকেই শুরু করবে ধোনি বাহিনী। কিন্তু ভারত পাকিস্তান ম্যাচ মানে হিসেবের খাতার বাইরে গিয়ে চিরশত্রুদের লড়াই। সঙ্গে একরাশ আবেগ। সেই আবেগ একদিকে যেমন বিরাট কোহলি, রোহিত শর্মাদের তেমন আফ্রিদি, শয়েব মালিকদের। একদিকে ভারতের আছে বিশ্বকাপের মঞ্চে পাকিস্তানের কাছে কখনও না হারার অহঙ্কার। অন্যদিকে, কম ওভারের খেলায় পাকিস্তানকে কখনও খালি হাতে ফেরায়নি ইডেন। কোন রেকর্ড আজ ভাঙে তা দেখার জেনে নিন ভারত-পাকিস্তান ম্যাচের কিছু গুরুত্বপূর্ণ তথ্য।
ওয়েব ডেস্ক: হার দিয়ে শুরু করে পাকিস্তানের সামনে একটু পিছিয়ে থেকেই শুরু করবে ধোনি বাহিনী। কিন্তু ভারত পাকিস্তান ম্যাচ মানে হিসেবের খাতার বাইরে গিয়ে চিরশত্রুদের লড়াই। সঙ্গে একরাশ আবেগ। সেই আবেগ একদিকে যেমন বিরাট কোহলি, রোহিত শর্মাদের তেমন আফ্রিদি, শয়েব মালিকদের। একদিকে ভারতের আছে বিশ্বকাপের মঞ্চে পাকিস্তানের কাছে কখনও না হারার অহঙ্কার। অন্যদিকে, কম ওভারের খেলায় পাকিস্তানকে কখনও খালি হাতে ফেরায়নি ইডেন। কোন রেকর্ড আজ ভাঙে তা দেখার জেনে নিন ভারত-পাকিস্তান ম্যাচের কিছু গুরুত্বপূর্ণ তথ্য।
দল:
ভারত (১৫ জনের দল)- মহেন্দ্র সিং ধোনি (ক্যাপ্টেন, উইকেট কিপার), শিখর ধাওয়ান, রোহিত শর্মা, বিরাট কোহলি, আজিঙ্কা রাহানে, যুবরাজ সিং, সুরেশ রায়না, অশবিন, রবিন্দ্র জাদেজা, মহম্মদ সামি, হরভজন সিং, জসপ্রীত বুমরা, পবন নেগি, আশিষ নেহরা, হার্দিক পণ্ডিয়া।
পাকিস্তান (১৫ জনের দল)- শাহিদ আফ্রিদি (ক্যাপ্টেন), মহম্মদ হাফিজ, শোয়েব মালিক, উমর আকমল, সারফারাজ আহমেদ (উইকেট কিপার), বাবর আজম, ইফতিকার আহমেদ, ইমাদ ওয়াসিম, আনোয়ার আলি, মহম্মদ ইরফান, ওয়াহাব রিয়াজ, মহম্মদ আমির, মহ্মমদ নওয়াজ, আহমেদ শাহজাদ, রুমান রয়িজ।
ভেন্যু: ইডেন গার্ডেন্স
সময়: সন্ধে ৭টা ৩০ মিনিট
টেলিভিশন ব্রডকাস্ট: স্টার স্পোর্টস ১, স্টার স্পোর্টস এইচ ডি ১, স্টার স্পোর্টস ২, স্টার স্পোর্টস এইচ ডি ২।
লাইভ স্ট্রিমিং: স্টার স্পোর্টস ওয়েবসাইট, হটস্টার।