ভাল আছেন সৌরভ, সময়ে হাসপাতালে পৌঁছনোয় বড়সড় বিপদ হয়নি, জানালেন চিকিত্সকরা

সৌরভের চিকিত্সার জন্য মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে পাঁচজন ডাক্তারকে নিয়ে। 

Edited By: সুমন মজুমদার | Updated By: Jan 2, 2021, 05:14 PM IST
ভাল আছেন সৌরভ, সময়ে হাসপাতালে পৌঁছনোয় বড়সড় বিপদ হয়নি, জানালেন চিকিত্সকরা

নিজস্ব প্রতিবেদন- সকালে ওয়ার্ক আউট শুরুর পরই শরীরে অস্বস্তি অনুভব করেছিলেন সৌরভ গাঙ্গুলি। এর পর বিসিসিআই সভাপতি ট্রেডমিলে দৌড়তে শুরু করেন। আর তখনই ব্ল্যাক আউট হয় তাঁর। এর পরই কোনওমতে নিজেকে সামলে নেন সৌরভ। পরিবারের ডাক্তার সপ্তর্ষি বসুকে ফোন করেন সৌরভ নিজেই। আর তখনই তিনি মহারাজকে অবিলম্বে হাসপাতালে ভর্তি হতে বলেন। এদিন বিকেল পাঁচটার মেডিকেল বুলেটিনে বারবার চিকিত্সকরা উল্লেখ করলেন, সঠিক সময়ে হাসপাতালে পৌঁছে গিয়েছিলেন সৌরভ। তাই বড়সড় বিপদ এড়ানো গিয়েছিল। 

সৌরভের চিকিত্সার জন্য মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে পাঁচজন ডাক্তারকে নিয়ে। সরোজ মণ্ডল, আফতাব খান, ভবতোষ বিশ্বাস, এস বি রয়, শৌতিক পাণ্ডার মতো ডাক্তাররা রয়েছেন সেই দলে। কার্ডিওলজিস্ট, কার্ডিয়াক সার্জেন-রা আগামী ৪৮ ঘণ্টা সৌরভকে নজরে রাখবেন। যদিও এদিন বাইপাস সার্জারি নিয়ে কোনও ইঙ্গিত দেননি চিকিত্সকরা।  ড.খান বললেন, ''সৌরভের হার্টে তিনটি ব্লকেজ ছিল। সঠিক সময় হাসপাতালে এসেছিল। তাই বড়সড় বিপদ এড়ানো গিয়েছে। ইসিজি রিপোর্ট এখন ভাল। ও ভাল আছে। আমরা অন্য দুটি ব্লক নিয়ে ভাবছি। ওকে ৪৮ ঘণ্টা নজরে রাখা হবে। তবে যে কষ্ট, ব্যথা নিয়ে ও হাসপাতালে এসেছিল, সেটা এখন নেই। ওপেন হার্ট বাইপাস সার্জারি নিয়ে এখনই কোনও সিদ্ধান্ত নেওয়ার প্রশ্ন নেই। তবে এখন ঝুঁকি নেই। সৌরভ উঠে বসেছেন। একটু পরে ওকে খাওয়ানো হবে। ও সজ্ঞানে রয়েছে।''

আরও পড়ুন-  ''দাদা, তাড়াতাড়ি সেরে ওঠো'', সৌরভের দ্রুত সুস্থতা কামনায় টুইট বীরু, কোহলির

ড. মণ্ডল বলেছেন, ''অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়েছে একটা আর্টারিতে। বাকি দুটি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে আলোচনার পর। হার্ট অ্যাটাকের ফলে যে আর্টারি ক্ষতিগ্রস্থ হয় সেটাতেই সাধারণত সবার আগে চিকিত্সা চলে। ওর পালস রেট এখন ভাল। ইসিজি রিপোর্ট ভাল। সকালে ট্রেডমিলে থাকাকালীন প্রথম সমস্যা হয়েছিল সৌরভের। এখন ওকে অন্তত ৪-৫ দিন হাসপাতালে থাকতে হবে। তবে ও ফিট। হাসপাতাল থেকে বেরোলেই আবার আগের মতো ফিট হয়ে যাবে। ও আবার মাঠে থাকবে। যেমন কাজ করছিল সবই আবার করতে পারবে। সকালে ড. সপ্তর্ষির পরামর্শ মেনে সৌরভ তড়িঘড়ি হাসপাতালে চলে আসে। তাই বড় বিপদ এড়ানো গিয়েছে।''

.